নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

!:#P শুভ জন্মদিন প্রিয় অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাই (সামুর ত্রিরত্ন) !:#P

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭



আজ ১৭ই আগষ্ট। আমার কাছে এটা বিশেষ দিন। একসময়ে যাদের নিয়মিত পদচারণায় এই ব্লগে উৎসবের আমেজ থাকত সেই ত্রিরত্নেদের আজ জন্মদিন। এই দিনে শত ব্যস্ততার মধ্যে হলেও সময় বের করে পুরনো এই ঘরে ফিসে আসি প্রিয় ব্লগারদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

অনেকে বলতে পারেন উনাদের মধ্যে অনেকইতো আর ব্লগিং করেন না, তাহলে এই শুভেচ্ছা জানিয়ে কি লাভ? হ্যা, ঐ সময়ের বেশিরভাগ ব্লগাররা এখন আর সামুতে নেই। যার যার নিজস্ব কারণে আসতে পারে না। সেটা নিয়ে আমাদের বলারও কিছু নেই। আমিও প্রায় সেই কাতারে। বছরে শুধু প্রিয় ব্লগারদের জন্মদিনের এই পোষ্টটি দিতেই আসি! কেন আসি? প্রথমত, আমার এটা ভাল লাগে। অনেক ভাল লাগার স্থান এই ব্লগটি। একসময় দিন-রাত পড়ে থাকতাম এই ব্লগে। কিভাবে সময় পার হয়ে যেত টেরই পেতাম না। সেই দিনগুলোর স্মৃতি রোমন্থন করার সুযোগ নেই এই জন্মদিনের শুভেচ্ছার পোষ্টটিতে। দ্বিতীয়ত, অনেক নতুন ব্লগার এই পোষ্টের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারে-- এই আর কি।

যাই হোক করোনাকালে বছর ঘুরে আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন। যারা ব্লগে নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।

১) অপ্সরাপু / (শায়মা)

২) নাফিস ইফতেখার

এবং
৩) শামীম ভাইয়া


১) অপ্সরাপু / শায়মা
ত্রিরত্নের মধ্যে এখন পর্যন্ত নিয়মিত ব্লগার। প্রিয় আপুর চমৎকার পোষ্টগুলো পড়া সত্যিই উপভোগ্য। আগে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর থেকে শায়মা নিকে ব্লগিং করে চলছেন। প্রিয় এ্যাঞ্জেলিকা আপুর জন্য রইল জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
ব্লগের একসময়ের টেকি বস ব্লগার ছিল নাফিস ইফতেখার। যারা পুরনো তারা তো জানেন-ই, যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। বসের জন্মদিনে শুভকামনা জানাই।

৩) একরামুল হক শামীম
সামুতে একটা সময়ে শামীম ভাইয়া নিয়মিত বিভিন্ন বিষয়ে ব্লগে লিখতেন। দেশের প্রথম সারির পত্রিকায় ভাইয়ার লেখা দেখতে পাবেন। ২০১৩ সালের পর ভাইয়া ব্লগে আর কোন পোষ্ট দেননি। এখন জজ হয়ে আইন আদালত নিয়ে কর্মব্যস্ত দিন পার করছেন। সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে।
শুভ জন্মদিন ভাই :)


আপনাদের সবার আগত সময় ভাল কাটুক, বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ থাকুন--এটাই প্রার্থনা।
শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১০

সাসুম বলেছেন: ইয়ে মানে নাফিস ইফতেখার নিজেরে খালেদা জিয়া মনে করে না, তাই তার জন্মদিন একটা বলে জানিয়েছে এবং সেটা ২৬ মে।

১৭ আগস্ট এর টা ভুয়া :) কে বা কাহাদের অপপ্রচার মাত্র :)

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: নাহ্ এমন হবার কথা নয়। অনেক বছরের পরিচয় বসের সাথে। তার জন্মদিনে তার বাসায় গিয়েও কেক খেয়েছি :)

২| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অপ্সরা আপু (শায়মা), নাফিস ইফতেখার ভাই এবং একরামুল হক শামীম ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। শায়মা আপু এখনও ব্লগে
বিভিন্ন পরিচয়ে নিয়মিত। তাই তাকে আলাদা আলাদাভাবে শুভেচ্ছা জানাতে হবে প্রত্যেক পরিচয়ের জন্য। নইলে উনি মাইন্ড করতে পারেন। :) বাকি দুই ভাইকেও আহবান জানাবো ব্লগে আবার নিয়মিত হওয়ার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ দিনটি স্মরণ করিয়ে দেয়ার জন্য। আশা করি আপনি ব্যস্ততার মাঝেও নিয়মিত হবেন।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ইচ্ছে আছে আবার শুরু করার, ব্লগে একবার ঢুকলে মনে হয় অন্য জগতে চলে এসেছি। সময় কিভাবে চলে যায় টেরই পাই না।

৩| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন সবাইকে।

আপনার এই নিক বছরে একবার পোস্টের জন্য?

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রতিবারই ভাবি যে কিছু পোষ্ট করবো, সেটা করতে করতেই বছর চলে আসে :)
এখন আর সেই স্টুডেন্ট লাইফের মত সময় পাই না :(
কিন্তু খুবই মিস করি প্রিয় এই ব্লগকে।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আর হ্যা, যেহেতু আজই জানলাম :)
আপনাকেও শুভ জন্মদিন। ভাল থাকবেন।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

সাজিদ! বলেছেন: শুভ জন্মদিন

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল :)

ধন্যবাদ ভ্রাতা।

৫| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ভেবেছিলাম এইবার ভুলে যাবে!!!!!!!!!!!!!


একমাত্র তুমিই !!!!!!!!!!!!!!!!

হা হা ভাইয়া মনে আছে একদিন জিগাসা করেছিলাম???

আমার জন্মদিন আরও কত বছর মনে রাখবে তুমি???

তুমি বলেছিলে দেখা যাক!!!!!!!!!!!!


তোমার মেমোরীতে তো গেঁথে গেছে ভাইয়া। নিজের জন্মদিন মনে না রাখলেও আমারটা ভুলবে না!!!!!!!!


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!

দাঁড়াও তোমার জন্য কবিতা নাচ গান সব নিয়ে আসছি! :P

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই ব্লগ আমার প্রিয় এ্যাঞ্জেলিকা আপু এখনও সেই আগের মতই পরম মমতায় আগলে রেখেছেন দেখে খুবই ভাল লাগে। অন্যদেরও অনেক অনেক মিস করি।

প্রিয় ত্রিরত্নের জন্মদিনে একসময় পোষ্টের বন্যা হয়ে যেত সামুতে। সেইসব ঘি-য়ে ভাজা দিনগুলি এখনও মনে আছে। তাই তো এই ১৭ই আগষ্ট ভুলতে পারিনা।

অনেক অনেক শুভকামনা আপু।
নিরাপদে ও সুস্থ থাকো এই কামনা করছি।

৬| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫০

শায়মা বলেছেন: ১. ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১০০

সাসুম বলেছেন: ইয়ে মানে নাফিস ইফতেখার নিজেরে খালেদা জিয়া মনে করে না, তাই তার জন্মদিন একটা বলে জানিয়েছে এবং সেটা ২৬ মে।

১৭ আগস্ট এর টা ভুয়া :) কে বা কাহাদের অপপ্রচার মাত্র :)


হায় হায় ভাইয়া!!!!!!!!!! এইটা কি বললে!!!!!!!!!!! সত্যি নাকি!!!!!!!!!!

৭| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: চুয়াত্তরভাইয়া তোমাকে কাজ দিলাম!!!

দেখি কয়টা খুঁজে বের করতে পারো!!!!!!!!

যাও সব কটার জন্য শুভেচ্ছা জানাও!!!!!!!!!!!!! :P


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!


আই এম মিসিং মাই ঢুকিচেপাভাইয়া এন্ড মাহা ভাইয়া ! :(

৮| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫২

শায়মা বলেছেন: ছবি আপু এবং সাজিদ ভাইয়ু থ্যাংকস আ লট!!!!!!!!!!

৯| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করেছি, প্রতি বছর আপনি নিয়ম করে এ ব্লগে এসে এই তিনজন গুণী ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান, আমাদেরকেও সুযোগ করে দেন তাদের এ কমন জন্মদিনে তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে।

তিনজনের প্রত্যেককে জানাচ্ছি জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। শুভহোক তাদের জন্মদিন, আনন্দে কাটুক আজ তাদের সারাটা দিন! প্রফুল্ল মনে দিনটা অতিবাহিত করে তারা নতুন বছরে পদার্পণ করুন! আর আপনার এই নিষ্ঠার প্রতিও সাধুবাদ জানাচ্ছি!

তবে আরেকটা কথা বোধহয় না বললেই নয়। আজ ব্লগার কাজী ফাতেমা ছবিরও শুভ জন্মদিন। আগামী বছর গুলোতে আপনার শুভেচ্ছাবাণীতে তার নামটিও সংযোজন করে দিতে অনুরোধ করছি। এই সুযোগে কাজী ফাতেমা ছবিকেও জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি!






১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে সামুর অবদান অনেক। এই ব্লগ থেকে অনেক অনেক কিছু শিখেছি, জেনেছি- সেটা পরে নানা কাজে লেগেছে। তাই এই ব্লগ জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল এক সময়, এখনও আছে বলে মনে করি (যদিও নিয়মিত পোষ্ট করতে পারি না, তবুও প্রতিদিন ব্রাউজারে একটা ট্যাবে সামু ওপেন করে রাখি এখনও)।

তাই সেই সময়ের প্রিয় মানুষদের স্মৃতি রোমন্থন করার সুযোগটা কাজে লাগাই এই দিনে।
আর হ্যা , এই দিনে ব্লগের আরও বেশ কয়েকজন সুপরিচিত ব্লগারদের জন্মদিন (পুরনো জন্মদিনের পোষ্টগুলোর কমেন্টে পাবেন)। ইচ্ছে হয় সবার জন্যই লিখি। ইনশাআল্লাহ লিখব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯

অপু তানভীর বলেছেন: কেক ছাড়া কোন জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে না ! :|

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: একটু পরেই আপু কেক JPG ফর্মেটে পাঠিয়ে দিবে ;)

১১| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯

ফেনা বলেছেন: তিন দামী পাথরকে জন্মদিনের শুভেচ্ছা।
আগত দিঙ্গুলি যেন আপনাদের আরো ভাল এবং সুন্দর সুস্থ হয় সেই কামনা রইল।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।

১২| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - আপনার নিকগুলি খোঁজার চেয়ে কঠিন কাজ হোল সবগুলি নিকের জন্ম তারিখ এক কি না এটা নিশ্চিত করা। বিভিন্ন নিকে বিভিন্ন জন্মতারিখ বলে বেড়িয়েছেন কি না এটা নিয়ে আমি শঙ্কিত। :)

১৩| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮

সাসুম বলেছেন:

যারা যারা জনম দৈনের শুভেচ্চা জানাতে চাচ্ছেন, বাট ছবি খুজে পাচ্ছেন না মত মত তাদের জন্য

১৪| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: হা হা চুয়াত্তর ভাইয়া
আমার নিক খুঁজে পাবার সেটাই এক মাত্র পথ। সব নিকে জন্মদিন এক! :P

ফেনাভাইয়া, অপু তানভীর ভাইয়া আর খায়রুলভাইয়াকে অনেক অনেক ভালোবাসা!!!!!!

অপু ভাইয়া কেক কি আনবো???


মনিটর কেক দিতে আমি ওস্তাদ! :P
নাকি মনিটরের কেক দেখে তুমি মনিটরই ছুড়ে মারবে??

১৫| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: সাসুমভাইয়া!!!!!!!!!!!!

এটা কি দেখালে!!!!!!!!!!!

এটা একমাত্র চাঁদগাজীভাইয়ার পছন্দ হবে। :)

বলবে পেয়েছি আমার মনের মত জনমদিনের ছবিখানা! :P

১৬| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





শায়মা আপু'র জন্মদিনে,
ধিতাং ধিতাং বোল-
ব্যস্ত হোক দিনটি তোমার-
সামু'র শুভ কোল।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাহ! চমৎকার!

ছড়ার জন্য ধন্যবাদ।

১৭| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: শাইয়্যানভাইয়া আর ব্যস্ত হবার বদ দোয়া দিও না। আমি আমার অনলাইন স্কুল, মিটিং সিটিং, নিউ টিচারস ট্রেইনিং এসব নিয়ে এমনিতেই পাগল পাগল।
বাড়ি ছেড়ে বনে পালায় যেতে ইচ্ছা করে!!!!!

১৮| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি আপুকেও ওনার প্রকৃত জন্মদিনের জন্য শুভেচ্ছা। ছবি আপুর মনে হয় একটাই নিক তাই একবারই শুভেচ্ছা দিলাম।:) @ খায়রুল আহসান ভাইকে ধন্যবাদ এই তথ্য উপস্থাপনের জন্য।

১৯| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর নিকগুলি খুঁজে বের করা খুব সহজ। যে নিকের পোস্টগুলিতে দেখবেন ব্লগার তার বাল্য প্রেমিকের জন্য নাকের জল, চোখের জল এক করে ফেলেছে , ধরে নিবেন যে ৯৯.৯৯% ক্ষেত্রে এই নিকগুলি শায়মা আপুর। কবিতা আর গল্পে এত নাক, মুখ ফুলিয়ে কাঁদতে আর কাউকে সাধারণত দেখা যায় না। ওনার কবিতা এবং গল্পে ব্যবহৃত উপমাগুলিও চমৎকার যেমন মগ, বালতি, ভাতের মাড়, বদনা, ঘটি, বাটি, পাতা, পুতা, হামানদিস্তা ইত্যাদি। এই উপমাগুলি দেখেই আমি ইতিমধ্যে ওনার অনেকগুলি নিক খুঁজে পেয়েছি। আলাদা আলাদাভাবে ঐ নিকগুলিতে আমি ওনাকে উইশ করতে চাই। খুশি না হয়ে উল্টা খেপে গিয়ে গলা টিপে ধরতে না চায়, এই চিন্তায় আছি।:)

২০| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: ওকে ওকে করো দেখি।

পরীক্ষা দাও ..... দেখি পাস করো কিনা।

ফেইল করলে গলা টেপা..... :)

তারপর গলাচিপা একটা জায়গার নাম আছে না? সেখানেও পাঠায় দেওয়া হবে। :)

পাস করলে নো ভয়.... :)

২১| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

নীল আকাশ বলেছেন: সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসার জন্য।

২২| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার দীর্ঘদিন ধরে আপনি ব্লগের তিন রত্নের জন্মদিন উদযাপন করেন এই পোস্টের মাধ্যমে। করোনার মধ্যেও ব্যতিক্রম হয়নি কোন। আপনার ব্লগ এবং ব্লগারদের প্রতি যে ভালোবাসা তা সত্যি প্রশংসনীয়। দারুন এই পোস্টখানি ছাড়া শায়মা সহ বাকি দুই জন সম্মানিত ব্লগারের জন্মোৎসব যেন হয় না পরিপূর্ণ। তিনজনের জন্য নিরন্তর শুভকামনা। শুভেচ্ছা অফুরান।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ব্লগটাকে অনেক অনেক ভালবাসি।

২৩| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ত্রি রত্নের জন্মদিনে
ত্রি মাত্রার শুভেচ্ছা
যেইদিকে যাও পাবে শুধু
হৃদয় ভরা ভালবাসা :`>

হ্যাপি বাড্ডে ত্রি-রত্ন :)

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে গেল :)
ধন্যবাদ।

২৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৭

মেহবুবা বলেছেন: নাফিস ইফতেখার কত কি পরামর্শ দিত, জ্ঞানী ব্যক্তি!
একরামুল হক শামীম কে দেখি না কতদিন এখানে!
তবু রক্ষা যে ত্রিরত্নের একজন ব্লগবাড়ী আলোকিত করে বিরাজমান!

যে যেখানেই আছে শুভকামনা রাশি রাশি।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সবাই এখন ফেসবুকে ঘাটি গেড়েছে। যদিও কেউই নিয়মিত নয়।
আমি খুবই মিস করি সেই সময়গুলি।

ধন্যবাদ আপনাকে।

২৫| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: জন্ম দিন উপলক্ষ্যে কেক এবং খেতে চাই।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সবার কেক শায়মা আপুর কাছে আছে।

আপু সবাইকে যথা সময়ে দিয়ে দিবে :)

২৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

একলব্য২১ বলেছেন: সকলের জন্য জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা রইলো।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিবেন।

২৭| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগের ত্রিরত্নের সঙ্গে ছবি আপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ওনাদেরকে। তবে শায়মাপুর মতো নাফিস ইফতেখার ভাইয়া ও একরামুল হক শামীম ভাইয়াও নিজেদের পেশার আড়ালে একটু আধটু লেখা দিতেন তাহলে আমরা যারা আনকোরা অনেক কিছু জানতে পারতাম। দেখলাম দুজন সম্মানীয় ভাইজান তেরো সালের পর আর পোস্ট দেননি।এই পোস্ট যদি ওনাদের দৃষ্টিগোচর হয় তাহলে একান্ত অনুরোধ প্লিজ ভাইয়া আপনারা সামান্য হলেও একটু ব্লগে আসুন। আমরা আপনাদের মাধ্যমে সমৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখি।
নিরন্তর শুভেচ্ছা আপনাদেরকে।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও আপনার সাথে একমত। এটা নিয়ে তাদের কয়েকবার বলেছি। তারাও আশ্বাস দিয়েছিলেন হয়ত শুরু করবেন। কিন্তু জীবিকার ব্যস্ততায় হয়তএখনও আসা সম্ভব হয় নি। তবে আমি আশাবাদী মানুষ। একদিন দেখবো ঠিকই প্রিয় ব্লগাররা ফিরে এসেছেন।

ধন্যবাদ আপনাকে।

২৮| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: Owao HBD

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: Thanks for Comment.

২৯| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১:০৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তিন গুনী মানুষকে এই ছোট মানুষের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। এমন শক্তিমান ব্লগার নিয়মিত লিখে গেলে ব্লগের হারানো অতীত কিছুটা হলেও ফিরে আসতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: তাদের (২ জনকে) বলেছি, দেখা যাক, কখনো ফিরে আসে কিনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.