নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

!:#P অপ্সরা/শায়মাআপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম = ব্লগের ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা !:#P

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫


**প্রায় ১৪ বছর আগে প্রিয় এই ব্লগের সন্ধান পেয়েছিলাম। গ্রাম থেকে উঠে আসা এক কিশোর শহরে এসে ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। সেই সময়ের জিপি আর ঢাকা ফোনের ১২৮ কেপিবিএস এর লাইনে ব্রাউজ করে বেড়াতাম এই অতি লোভনীয় চমৎকার দুনিয়ায়। বিশ্বের নানা প্রান্তের নানা ভাষাভাষীর বিভিন্ন সাইট দেখতাম, ইয়াহুতে বিভিন্ন রুমে চ্যাটিং করতাম এবং নাম না জানা বিভিন্ন সাইটে ঘুরে বেড়াতাম। মনে করতে পারছি না ঠিক কিভাবে এই ব্লগের সন্ধান পেলাম। লেখাগুলো ভাল লাগল , দেখলাম ফ্রি রেজিঃ সুযোগ আসে, তাই রেজিষ্টার্ড ব্লগার হয়ে গেলাম :)
চমৎকার সব লেখা আসত দিনে রাতে, সেগুলো গোগ্রাসে গিলতাম। সময় কখন কেটে যেত টেরই পেতাম না। একসময় দেখি এই সামু ব্লগ আমার একটা পরিবার হয়ে গেছে। বিভিন্ন ব্লগারদের সাথে নানা রকম পোষ্ট-কমেন্টের মাধ্যমে মতে আদান-প্রদান হত। অনেক অনেক শিক্ষনীয়, রম্য, টেকিসহ নানা রকম পোষ্টে মুখর থাকত সেই সময়গুলি।
যাই হোক আজ ১৪ বছর পরে এসে বরাবরের মত বিশেষ এই দিনে ব্লগের প্রিয় ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রিয় সামুতে লগিন করলাম। আর উপরের কথাগুলো মনে হল।

অপ্সরাপু/শায়মা
আমার এ্যাঞ্জেলিকা আপু :) ত্রিরত্নের মধ্যে আপু-ই একমাত্র ব্লগার যিনি এখনও নিয়মিতভাবে কষ্ট করে মানসম্পন্ন পোষ্টগুলো উপহার দিয়ে যাচ্ছেন। নিজের কাছে খুবই খারাপ লাগে না যে, আপুর ঐ সুন্দর পোষ্টগুলোতে ঠিকমত কমেন্টও করি না :( শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর একসময় শায়মা নামেও ব্লগিং করে চলছেন। আপুর বিভিন্ন বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। একসাথে জব, বাসা-বাড়ি ও ব্লগিং কিভাবে সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই এক বিস্ময়! সর্বদা পরিপাটি আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের রঙিন শুভেচ্ছা।


নাফিস ইফতেখার
যে সময়ে ইন্টারনেটে বাংলায় টেকি হেল্প পাওয়া ছিল অপ্রতুল। সেই সময়ে টেকি বস ব্লগার আমাদের সবার টেকি হেল্পের জন্য এগিয়ে আসেন প্রিয় নাফিস ইফতেখার ভ্রাতা। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনবেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। বর্তমানে চ্যানেল আই-এর ব্যস্ত কর্মব্যস্ততা ও সংসার জীবন নিয়ে ভালই আছেন। সামু ব্লগ হারিয়ে গেছে অনেক আগেই :( তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া বিভিন্ন টেকি টিপস ও নানাবিধ পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আজ বসের জন্মদিনে অনেক শুভকামনা জানাই।


একরামুল হক শামীম
ভাইয়ার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন এখনও। এক সময়ের নিয়মিত ব্লগার ছিলেন আমাদের শামীম ভাইয়া। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সরকারী বড়কর্তা হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। হয়ত মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারেন :) সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। আমরা শামীম ভাইয়ার সর্বদা সমৃদ্ধি কামনা করছি। শুভ জন্মদিন।

এছাড়াও আমাদের আরও কিছু প্রিয় ব্লগারদেরও আজ জন্মদিন, তার মধ্যে মোঃমোজাম হক ভাইয়া এবং কাজী ফাতেমা ছবি আপুকে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

সবাই এখন অনেক ব্যস্ত, অনলাইনের সময়টা দখল করে নিয়েছে ফেসবুক, ইউটিউব নামক প্লাটফর্মগুলো। সামুতে আগের কেউ-ই তেমন সময় নিয়ে আসতে চায় না। ১২৮ কেপিবিএস এর নেট লাইনের বদলে এখন ১০০ এমবিপিএস স্পীডের লাইন চলে। কত সহজ সবকিছু। কিন্তু তারপরও সেই আগেরমত আমেজটা নেই। আগেরমত টান-টা নেই। হয়ত এটাই সময়ের বির্ততন। মেনে নিতে হবে।

সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: জন্মদিন মঙ্গলময় হোক !

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন বেঁচে থাকেন অনেক দিন

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:৪৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা পৌছে দেয়া হল।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

জুল ভার্ন বলেছেন: তিন জনই লিজেন্ড ব্লগার। তিন জনের জন্য শুভ কামনা।

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:৪৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আরেহ্ আপনাকেও অনেক মিস করি।
ব্লগের সেইসময়গুলিতে আপনার সরব উপস্থিতি মনে পড়ে।
দেখলাম সব পোষ্ট রিমুভ করে দিয়েছেন :(

৪| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:৪৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা পৌছে দেয়া হল।

৫| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি যে প্রতিবছর ব্লগের তিন রত্নকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেন এটা আসলেই ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এনাদের মধ্যে শায়মা আপু এখনো ব্লগ মাতিয়ে রাখেন আর বাকি দুজনের ফেরার অপেক্ষায় থাকি।

আপনিও নিয়মিত হবেন এমনটাই চাওয়া। ভালো থাকবে। জন্মদিনের শুভেচ্ছা উনাদের জন্য।

৬| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আইজগো হেগোও কইলাম জন্মদিন !

চাঁদকন্যা
অপ্সরা
বরুণা
নীল নীল পরী
স্পর্শিয়া
বনমহুয়া
কবিতা পড়ার প্রহর
ইন্দ্রনীলা
কঙ্কাবতী রাজকন্যা .....

৭| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে তিনজনকেই শুভেচ্ছা রইলো। ধন্যবাদ আপনাকে এমন একটি আন্তরিক পোস্ট দেওয়ার জন্য। শুভেচ্ছা আপনাকেও।

৮| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪

ককচক বলেছেন: সবাইরে জন্মদিনের শুভেচছা

৯| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১২

খায়রুল আহসান বলেছেন: আজ তাদের এই জন্মদিনে শায়মা, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম, কাজী ফাতেমা ছবি এবং মোঃ মোজাম হককে জন্মদিনের শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। এদের মধ্যে মাত্র দু'জনই এখনো ব্লগে নিয়মিত লিখে চলেছেন। এজন্য এ দু'জনের প্রতি শুভেচ্ছাটা একটু বেশিই রইলো।

আর প্রতিবছর আপনি পোস্ট লিখে তাদের জন্মদিনের কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে যান, এজন্য আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ এবং শুভকামনা।

১০| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

রেজাউল৮৮ বলেছেন: কেক্কুক কৈ?

আপনি কোনদিক থেইকা আইলেন? শরিল বালা নি?

১১| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার শায়মা, কাজী ফাতেমা ছবি, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম এবং মোঃ মোজাম হককে জন্মদিনের শুভেচ্ছা।

তারিখ মনে রেখে কিভাবে প্রতিবছর জন্মদিনের পোস্ট দেন এটা আমার কাছে একটা বিস্ময়।

১২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


স্যরি স্যরি স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেক দেরী হয়ে গেলো আমার!!!!!!!!!!!!!!!!!!! :(

সেই একদিন ২০০৮ এ হঠাৎ করে বৃষ্টির মত জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত হয়েছিলাম। চারিদিকে তাকিয়ে তখন নতুন আমি। সেই কথাটা মনে পড়লেই আমার ইমন জুবায়ের ভাইয়াকে মনে পড়ে। ভাইয়া নিজের মনে লিখতেন। কিন্তু কারো জন্মদিনে যে সামুতে কেউ এইভাবে পোস্ট দিতে পারে সেটা আমার জানা ছিলো না। ভাইয়া আমার অন্তরে চির জাগরুক থাকবে।

তারপর মনে পড়ে এরশাদ ভাইয়াকে। শফিক এরশাদ আর রফিক এরশাদ। এমন শক্তিধর ছড়াকার জীবনে আর দেখিনি। পরবর্তীতে দেখেছি আমার কি করি আজ ভেবে না পাই ভাইয়াকে। আজ ভাইয়া থাকলে একই রকম ছড়ার বন্যা বইয়ে দিত। কিন্তু আমি ভাইয়ার কোনো খোঁজই পাচ্ছি না। :(

যাইহোক কত শত প্রিয় মানুষেরা হারিয়ে গেছে ব্লগের পাতা থেকে। কিন্তু আমার ফয়সাল ভাইয়া ! ভাইয়াও মনে হয় হারিয়ে যেত এত দিনে। কারণ ভাইয়াও আর তার মজার মজার পোস্ট লেখে না। শুধুমাত্র আমার জন্মদিনটির কারণেই মনে হয় ভাইয়াকে সামু আজও ধরে রাখতে পেরেছে।

অনেক আগে তাও মনে হয় ৫/৬ বছর আগে হবে আমি বললাম ভাইয়া আরও কতদিন তুমি এই জন্মদিন মনে রাখবে?

ভাইয়া বললো,দেখি কত দিন মনে রাখা যায়।

আমার ধারনা আমার যখন মৃত্যু হবে তখনও জগতের বিখ্যাত মানুষদের মত ভাইয়া আমাকে স্মরণ করবে আমার জন্মদিনে। আর কেউ মনে রাখুক বা না রাখুক।

ভাইয়া আগেও বলেছি আবারও বলছি তোমার এই পোস্ট ছাড়া আমার জন্মদিন অপূর্ণ থেকে যায়।

অনেক ভালোবাসা ভাইয়ামনি! :)

অনেক অনেক ভালো থেকো। :)

সবাইকে নিয়ে ভালো থাকো আর জীবনে আরও সফল হও। :)

১৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

শায়মা বলেছেন: রানার ব্লগ, আলমগীট সরকার, জুলভার্ণ ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা! :)

১৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৩

শায়মা বলেছেন: ছবি আপুনি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।

তুমি আমাদের সহজ সরল মানে অনেক সহজ আর সরল আপুনি। তাই মাঝে মাঝে ভাবি আচ্ছা আমি আর আপুনি একই দিনে জনম লইয়াও আপুনি এত সরল আর আমি এত ........কেমনে হইলাম!!!!!!!!!!! :)

নুরুভাইয়া উইল ফিল ইন দ্যা ব্লাঙ্ক! :)

১৫| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৫

শায়মা বলেছেন: সপ্নবাজ ভাইয়া অনেক অনেক ভালোবাসা।

নাফিস ইফতেখার ভাইয়া আর শামীমভাইয়া বাপরে! তারা এখন অনেক বিজি। অনেক অনেক বিজি। সেই ১৪ বছর আগের অবসর এখন আর কারো নেই।

তবুও আমরা কেউ কেউ জোর জবরদস্তি করে সময় কাজ আর ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে এইখানে পড়ে থাকি।

দাঁড়াও শামীমভাইয়াকে আজ বলবো আর কখনও না হোক অন্তত আজকে তো সামুতে লগ ইন করা যায়!!!!!!!! :(

১৬| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৬

শায়মা বলেছেন: পদাতিক ভাইয়া ককচক মোরোগবাবা ভাইয়া অনেক অনেক ভালোবাসা! :)

১৭| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৭

শায়মা বলেছেন: খায়রুল আহসান ভাইয়া ঠিকই বলেছো এই পোস্ট ছাড়া জন্মদিন পূর্ণতা পায় না! :)

১৮| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৮

শায়মা বলেছেন: রেজাউল ৮৮ ভাইয়া তোমার জন্য তো করোলা দিয়ে কেক বানাতে হবে। আই থিংক তোমার সেটাই বেশি পছন্দ হবে তাই না??? হা হা অনেক অনেক ভালোবাসা তোমাকেও।

চুয়াত্তর ভাইয়া তুমিও এখন থেকে এই তারিখ মনে রাখবা! :)

অনেক অনেক ভালোবাসা তোমাকেও।:)

১৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: সকল ব্লগারদের জন্যে অনেক অনেক শুভ কামনা এবং শুভ জন্মদিন!

২০| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু-
গত বছর তোমার জন্মদিনে একটা ছড়া লিখেছিলাম। জন্মদিন উপহার হিসাবে সেটাই আবার দিলাম;

শায়মা আপুর শুভ জন্মদিন
নাচো সবাই ধিতাং ধিতাং ধিন।
মিষ্টি বাটো আর কেক কাটো
কেক যেন না হয় ছোটখাট।

এমনিতেই উনি নাচুনে বুড়ি
তাই দিও না কেউ ঢোলের বারি।
খুশিতে নাচে গরু, ছাগল, ইদুর, বেড়াল ব্যাং
শায়মা আপু নাচতে গিয়ে ভাঙ্গে না যেন ঠ্যাং।
:)

এবার আপনার জন্মদিন খেয়াল ছিল না। তবে এখন থেকে মনে থাকবে। কারণ
শায়মা আপুর জন্মদিন আর আমার জন্মদিন খুবই কাছাকাছি। :)

২১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১১

শায়মা বলেছেন: গুড গুড গুড চুয়াত্তর ভাইয়ু.......

তবে ছড়া আরও প্রাকটিস করিতে হইবেক তাই নতুন নতুন ছড়া লিখুন।

এক ছড়া কি সারাজীবন চলিবেক।

জটিলের দাদুকে দেখেও অনুপ্রেরনা নিতে পারিলেন না!! :(

২২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ জন্মদিন। ♥️

২৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু -

শায়মার জন্মদিনে ব্লগ জুড়ে কি যে আনন্দ
সবাই ফিরে পেয়েছে যেন হারিয়ে যাওয়া ছন্দ
আমাদের শায়মা ব্লগকে করে আলোকিত
শায়মার পোস্ট মানেই সবচেয়ে আলোচিত

আপন করার মন্ত্র সে সবার চেয়ে ভালো জানে
সুমধুর কথা দিয়ে সবাইকে সে কাছে টানে
শায়মা নামের মেয়েটি কিন্তু যেমন তেমন নয়
ভালোবাসা দিয়ে সবার মন সে করে নেয় জয়

তোমার জন্মদিনে আজ শুভেচ্ছা জানাই
সদা তুমি ভালো থাকো এই তো শুধু চাই
মনে কোন রাগ রেখো না আমাদের প্রতি
ভালো চাই শুধু তোমার চাই না কোন ক্ষতি

তোমার জন্মদিন যেন বারবার ফিরে ফিরে আসে
কথা দিচ্ছি আমরা সবাই থাকবো তোমার পাশে।

২৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৭

শায়মা বলেছেন: বাহ বাহ ! গুড গুড এবার সত্যিকারের কবিতা হয়েছে চুয়াত্তর ভাইয়ু!:)

২৫| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১:৪২

কাছের-মানুষ বলেছেন: তিনজনই হেভিয়েট ব্লগার, আমি আলো ব্লগে ব্লগিং শুরু করেছিলাম, তাই বাকি দুজনকে চিনি না!
আমি একজন লাইট ওয়েট ব্লগার (ডায়েটে আছি আর-কি!), ব্লগের তিন হেভিওয়েট ব্লগারকে আমার পক্ষ থেকে জন্ম দিনের শুভেচ্ছা রইল!

২৬| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: শায়মা, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম, কাজী ফাতেমা ছবি এবং মোঃ মোজাম হককে জন্মদিনের শুভেচ্ছা আর অভিনন্দন।

২৭| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৩

অপু তানভীর বলেছেন: না না না । খালি মুখে আর কেক ছাড়া কোন শুভেচ্ছা জানাবো না বলে ঠিক করেছি । ব্লগে বারো বছর ধরে কেবল কেবল খালি মুখে শুভেচ্ছা জানিয়ে আসছি । আর কত !
তাই তো আগে কেক পরে হেপিবাড্ডে ! :D

২৮| ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪

মেহবুবা বলেছেন: ত্রিরত্নের জন্য এবং ফাতেমা ছবির একরাশ শুবকামন

২৯| ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

মেহবুবা বলেছেন: ত্রিরত্নের জন্য এবং ফাতেমা ছবির একরাশ শুভকামনা

৩০| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১১

জটিল ভাই বলেছেন:
সবার জন্যে আল্লাহ্ রহতম দান করুন।
দেরিতে মন্তব্য করায় ক্ষমাপ্রার্থী :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.