নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
বছর ঘুরে আজ আবারও ১৭ই আগষ্ট! সারাবছর কোন খোজ না থাকলেও আজকের দিনে প্রিয় সামুতে লগ-ইন করা আমার চাই-ই চাই! কারণ আজ এই ব্লগের ত্রিরত্নের শুভ জন্মদিন। অনেকেই হয়ত জানেন এই ত্রিরত্ন কারা। তবুও নতুনদের জন্য আবারও উল্লেখ করি।
একসময়ে এই ব্লগে যাদের বিচরণ হলে ব্লগে রত্নসম পোষ্ট উপহার পেতেন ব্লগবাসী। সেই তিন জন ব্লগার অপ্সরাআপু ,নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়া। এর মধ্যে শুধু আমাদের অপ্সরা আপু তাঁর ব্লগিং ঐতিহ্য এখনও ঠিকভাবে ধরে রেখেছেন। এছাড়া বাকীরা নিজ নিজ জীবিকার তাদিগে ব্যস্ত হয়ে অনেক বছর ব্লগিং করা ছেড়ে দিয়েছেন।
আমি এই দিনটাতে ফেলে আসা ব্লগিং স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করি, যা হয়ত অনেকের কাছে ভাল নাও লাগতে পারে। কিন্তু কি করা, এই দিনে এই পোষ্টটি না দিতে পারলে কি যে অপূর্ণ থেকে যায়
১) অপ্সরাপু,
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
ত্রিরত্নের সম্পর্কে কিছু কথাঃ
১) অপ্সরাপু
ত্রিরত্নের মধ্যে একমাত্র পরী আপু-ই এখন পর্যন্ত এই ব্লগটাতে আলো ছড়িয়ে যাচ্ছেন। একটা বিষয় লক্ষ্য করেছি, আগে পরী আপুর শুধু গলাকাঁটা ছবি পাওয়া যেত, যা নিয়ে ব্লগাররা ব্যাপক মজা নিত। এখন আপুকে পূর্ণাঙ্গ স্বরূপে এই ধরাধামে দেখতে পাই প্রিয় আপু একটা দুটো বই আমার বুকসেল্ফ-এ সামনের দিকে আছে। কোন বই নিতে গেলে একবার চোখে পড়ে, তখন ব্লগিং এর কথা মনে পড়ে। প্রিয় অপ্সরা আপুর জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।
২) নাফিস ইফতেখার
আমার প্রিয় ব্লগার। শুধু আমার কেন, ঐ সময়ের সবারই প্রিয় টেকি ব্লগার ছিলেন আমাদের এই নাফিস ইফতেখার ভাই। জীবিকার তাগিদে চ্যানেল আইতে ঘাটি গেড়েছেন অনেক আগেই। এখনও অনুরোধ করি আবার ব্লগিং জগতে ফিরে আসুন। আমরা অনেকই ভালবাসা সহিত অনেকের মত নাফিস ভাইকে মনে রেখেছি। বসের জন্য এখন প্রার্থনা যেন তার কর্মময় ও দাম্পত্য জীবন ভাল কাটুক। আর সব সময়ের মত আশা করে যাবো.... হয়ত আবার একসময় তার এই ব্লগে ফিরে আসবেন। শুভ জন্মদিন প্রিয় নাফিস বস।
৩) একরামুল হক শামীম
আগে ভাইয়াকে ফেসবুকে অন্তত মাঝে মাঝে পাওয়া যেত এখন সেখানেও প্রায় নেই বললেই চলে! প্রিয় শামীম ভাইয়া আমার মনে আছে আপনার সাথে ব্লগিং করার দিন-রাতগুলি। আইন আদালত নিয়েই এখন ভাইয়ার নতুন জীবন, সেই সাথে ভাবী এবং ফুটফুটে বাচ্চা নিয়ে চমৎকার সংসারে ব্যস্ত এখন! ভাইয়ার জন্য সব সময় শুভকামনা এবং একই প্রত্যাশা আবার হয়ত একদিন এই ব্লগে দেখতে পাব।..... শুভ জন্মদিন প্রিয় শামীম ভাইয়া।
(আজ দুপুরে অফিসে কাজের ফাঁকে কিছুটা লিখে এবং এখন রাতে বাকীটা লিখে শেষ করলাম
কি জীবন!! অথচ একসময় এই ব্লগেই রাত-দিন পড়ে থাকতাম
একসময় “ঢাকা ফোনের” ১২৮ কেবিপিএস নেট স্পীড দিয়ে কি সুন্দর ব্লগিং করতাম, আর আজ ১০০ এমবিপিএস নেট স্পীডেও সময় বের করতে পারি না)
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই ব্লগ থেকে অনেক অনেক কিছু শিখেছি, অনেক নতুন বন্ধুও পেয়েছি। এখন অনিয়মিত তবুও ব্লগের প্রতি আমার টানটা এখনও আছে। তাই ফিরে ফিরে আসা। আপনাদের জন্মদিনের দিন লগিন না করে পারিনা। কত শত কথার ফুলঝুরি ফুটেছে একসময় এই প্রিয় ব্লগে তা অবসরে রোমন্থন করি।
দেখা যাক কত বছর এভাবে পোষ্ট দিতে পারি
ধন্যবাদ প্রিয় এ্যাঞ্জেলিকা আপু
২| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: নাফিসভাইয়া আর একরামুল হক শামীমভাইয়ার সাথে যোগাযোগ আছে কিনা জানিনা তবে থাকুক না থাকুক তুমি তাদেরকে মনে রেখেছো এর থেকে বড় কিছু আর নেই।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সবার সাথে ভার্চুয়ালী কানেক্টেড আছি, মাঝে মাঝে ফেসবুকে তাদের বর্তমান অবস্থা দেখি। সবাই ভাল আছে.. এটাই ভাল লাগা।
৩| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৪
ডার্ক ম্যান বলেছেন: আপনি শুধু এই ত্রিরত্নের জন্মদিনে উদয় হন।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩২
এস.কে.ফয়সাল আলম বলেছেন:
ইচ্ছে করে নিয়মিত হতে। কিন্তু
৪| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: স্মৃতিকথা ভালো লাগলো।শুভ জন্মদিন।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮
করুণাধারা বলেছেন: ত্রি রত্নকে জন্মদিনের শুভেচ্ছা।
আরেক জন আছে, কাজী ফাতেমা ছবি, তারো আজকে জন্মদিন, তার জন্যও শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ব্লগে থেকেও রত্ন হতে পারলাম না। আফসোস।
ত্রিরত্ন কে জন্মদিনের শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন:
আসলে ব্লগে দীর্ঘদিন থাকা-না-থাকা বিষয় নয়। ঐ সময়ে একই দিনে এই তিন গুনী ব্লগারদের জন্মদিন হওয়াতে এই পোষ্টে উৎপত্তি হয়। তাই এখানে অন্য কোন বিষয় নেই
ধন্যবাদ ভাই।
৭| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা পৌঁছে গেছে।
৯| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অপ্সরাআপু ,নাফিস ইফতেখার ভাই, একরামুল হক শামীম ভাই এবং কাজী ফাতেমা ছবি আপুকে জন্মদিনের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১০| ১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১০
জুন বলেছেন: শুভ জন্মদিন, অনেক অনেক শুভকামনা ব্লগের ত্রি রত্নর জন্য
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপু অনেক বছর পর আপনার দেখা পেলাম। অবশ্য এটা বলা ভুল, কারণ আমিই তো ব্লগে আসি না, তাই আপনার পোষ্ট দেখা হয়নি। আমি ভেবেছিলাম আপনিও সম্ভবত ব্লগিং ছেড়ে দিয়েছেন।
যাক আপনাকে আমার ব্লগে দেখে খুব খুশি হয়েছি।
ভাল থাকবেন।
১১| ১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: অপ্সরা, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম এবং কাজী ফাতেমা ছবিকে জানাচ্ছি জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের জীবন ভরে উঠুক সুখ, শান্তি এবং সুরভিত সাফল্যে!
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বোন শায়মা আর বোন কাজী ফাতেমা আপুকে জন্মদিনের শুভেচ্ছা। বাকি দুই জনকে চিনি না তারা এখন আসেনও না ব্লগে। তারপরেও ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের।
শায়মা আপু এবং ছবি আপু ব্লগটাকে ভালোবেসে নিয়মিত আনন্দ বিলিয়ে যাচ্ছেন এই ব্লগে। আশা করি ওনারা এটা অব্যাহত রাখবেন। ওনাদের সুখ, শান্তি এবং আনন্দ কামনা করছি।
এই পোস্টদাতাকে বিশেষভাবে ধন্যবাদ দিনটি স্মরণ রেখে বছরে একবার পোস্ট দেয়ার জন্য। আশা করি উনি নিয়মিত পোস্ট দিবেন ব্লগে।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই যারা এখনও এই ব্লগটিকে সচল রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। কত ব্লগিং সাইট এল-গেল তবে আমাদের সামু চির উজ্জল হয়ে আছে। আরও বাড়ুক ব্লগিং।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: পোস্টদাতা পোস্ট দিয়েই হারিয়ে গেছে। দাঁড়াও আমি ডেকে আনবোনে তাকে।
তবে হ্যাঁ ভাইয়ার কাছে কোনভাবে যে কৃতজ্ঞতা জানাবো জানিনা। সেই ২০০৮ থেকেই ভাইয়া সবাই ভুলে গেলেও এই দিনটাকে ভুলেনি।
তাই সবার তরফ থেকেও ভাইয়ার জন্য ভালোবাসা!!!!!!!!!!
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: না আপু হারিয়ে যাই নি এখনও
ভালবাসা নিও।
১৪| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আবারও জন্মদিনের শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আবারও ধন্যবাদ ভাই।
১৫| ১৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ফয়সলকে।
অপসরা, নাফিস এবং শামীমের জন্য, ছবির জন্য শুভকামনা।
শায়মাতো আছে ব্লগ আলো করে। মেধাবী নাফিস এবং শামীমের কোন সাড়া শব্দ নেই ; জানতে ইচ্ছে করে তারা কেমন আছে কোথায় আছে।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ফেসবুকে নাফিস ভাই এবং শামীম ভাইয়ের কিছু আপডেট পাই মাঝে মাঝে। ভালই আছেন সবাই।
ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩২
শায়মা বলেছেন: ভাইয়া ভেবেছিলাম এইবার নিশ্চয় তুমি আর এই পোস্ট দেবে না। কারণ হিসাবে মনে হয়েছিলো তুমি হজ্বে গিয়েছিলে বা তারপর অন্য কিছুতে বিজি থাকবেই থাকবে। কিন্তু না আমার সকল ধারনা ভুল করে দিয়ে ঠিকই চলে আসলে জনমদিনের শুভেচ্ছা নিয়ে।
মনে আছে ভাইয়া?
একদিন জিগাসা করেছিলাম কতদিন কত বছর তুমি এইভাবে জন্মদিনের শুভেচ্ছা ছড়াবে ভাইয়া। তুমি বলেছিলে দেখা যাক কতদিন.......
সেই কতদিন আমিও ভাবছি। একটা কথা মনে হয় আমার মৃত্যু হলেও মনে হয় তুমি এই জন্মদিনটাতে ঠিকই মনে রাখবে আর কেউ রাখুক না রাখুক!!!!!!
অনেক ভালোবাসা ভাইয়া। অনেক অনেক ভালোবাসা!!!