![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ শাদী নামের একটা লোক ছিল । আমরা সবাই মুটামুটি নামটার সাথে পরিচিত। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম তার । গল্পটা অনেকটা এমন...
শেখ শাদী তার ছোটবেলায় ভেবেছিলেন পুরা দুনিয়া একাই বদলাবে। বয়স যখন একটু বাড়লো তখন ভাবতেন শুধু নিজের দেশকেই বদলাবে। অনেক চেস্টার পর যখন পৌড় হল তখন শুধু নিজের পরিবারকেই পরিবর্তন করতে চাইল। আর শেষ বয়সে ভাবছেলেন, কিভাবে শুধু নিজেকে বদলানো যায়। আর ভাবতেন কিভাবেই না সময় নষ্ট করেছেন। যদি শুরু থেকেই নিজেকে বদলানোর কথা ভাবতেন, তাহলে এভাবে ব্যর্থ হতে হতোনা।
প্রথম আলো নামের সংবাদ পত্র কয়েক বছর আগে একটা কথা প্রচার করতো যেটা আমার খুব ভালো লেগেছিল। “নিজে বদলান, অন্যেরা এমনি বদলাবে।“
মার্কেটিংয়ে সম্ভবত এইরকম একটা প্রবাদ আছে... if there is a problem, it’s on you.
আমিও নতুন কিছু বলতে চাইছি না। শুধু এটুকুই বলব, ভাই, এত্ত এত্ত অভিযোগ করার আগে একবার ভেবে দেখেছি কি! কোন ভাবে আমি দোশী নই তো। অথবা, আমি অন্যভাবে ব্যপারটা হ্যন্ডেল করতে পারতাম হয়ত।
বিজনেসে একটা কথা আছে, যদি সত্রুতায় না পারো, তাহলে বন্ধুত্ব করে নাও।
আমরা কেন শুরু থেকেই বন্ধুত্বের হাত বাড়াই না?
শেষ করি ডেল কার্ণেগীর একটা কথা দিয়ে, “ আমরা নিজেকে যা ভাবি আমরা তা নই, আমরা যা ভাবি তাই আমি।“
১৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৯
পথিক সাকিব বলেছেন: খুবই দঃখিত! আমি লেখা লিখিতে এক্কেবারেই নতুন! আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বলতে চেয়েছি, " যা নিজেকে নিয়ে ভাবি, তা আমি নই। বরং আমি যা ভাবি, তাতেই প্রকাশ পায় আমি কেমন মানুষ! অন্যের সম্পর্কে আমার দৃষ্টভঙ্গি আসলে আমাকে প্রকাশ করে।"
ভুল ধরিয়ে দেওয়ার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন!
২| ১৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৯
পথিক সাকিব বলেছেন: খুবই দঃখিত! আমি লেখা লিখিতে এক্কেবারেই নতুন! আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বলতে চেয়েছি, " যা নিজেকে নিয়ে ভাবি, তা আমি নই। বরং আমি যা ভাবি, তাতেই প্রকাশ পায় আমি কেমন মানুষ! অন্যের সম্পর্কে আমার দৃষ্টভঙ্গি আসলে আমাকে প্রকাশ করে।"
ভুল ধরিয়ে দেওয়ার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন!
৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ৩:২৫
গেম চেঞ্জার বলেছেন: দারুণ বলেছেন!!
ব্লগে স্বাগতম!!!
১৯ শে জুন, ২০১৬ রাত ১২:১১
পথিক সাকিব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ রাত ৯:০৯
Ahsan mir বলেছেন: কিন্তু বলতে শুরু করলেন. আমরা কিন্তু দিয়ে শেষ করলেন বুজলাম না আশা করি বুজিয়ে দেবেন