নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Do Limitless!

পথিক সাকিব

পথিক সাকিব › বিস্তারিত পোস্টঃ

ইট মারলে পাটকেলটি খেতে হয়!!!

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:১৪

কয়েকটা মেয়ের সাথে প্রেম করেছি গত ২ বছর ধরে। একটার পর একটা এমন নয় সবসময়। একসাথে ২ টা ৩ টাও চালাইতে হইছে অনেক সময়। প্রেম ভালবাসা অর্থহীন ছিল আমার কাছে। শুধু মজা নিতাম। এদের মধ্যে একজন ছিলো, যার কাছে সবগুলাই ধরা খাইছি। তবুও সে ছিলো। তার একটা কথা ছিলো এমন, "শুধু আমি থাকবো। আর কাওকে থাকতে দিবো না।" এমন চলছিল...
...... এক সময় এমন হল, এক এক করে বাকি সব গুলা মেয়েই ছেড়ে দিলাম। তবুও তার সন্দেহ গেল না। ও মানুষিক রোগি হইয়ে যাচ্ছে আমার প্রায় এমন মনে হত। একটা কথা বলা ভাল, ও খুব জেদী ছিল আর রাগ উঠলে ওর হুশ থাকতো না। কতদিন যে ওর থাপ্পর খাইছি রাস্তায়, পার্কে, এখানে ওখানে... আমি কখনো মারতে পারি নাই। ফিরাতেও পারি নাই। রাগ কমলে ও কেঁদে কেটে মাফ চাইত।
আরেকটা কথা বলে রাখি। আমি প্রেম করলেও কারো সাথে শারীরিক সম্পর্কে জড়াই নাই কখনই। ওর আগের একটা বিএফ এর সাথে ওর এমন সম্পর্ক ছিলো। আমার সাথেও হয়, প্রস্তাব ওর দিক থেকেই ছিলো।
...... আমি ভালোবেসে ফেললাম। বুঝতে পারলাম, এই বিস্রী চেহারার ডাইনিটা ছাড়া আমার চলবে না। তখন এক নতুন সত্য আমার সামনে এসে পড়লো। SHE HAD ANOTHER BF.
আগে চোখে পড়ে নাই সত্য, হয়ত তেমন গুরুত্ব দেই নাই, যখন পুরোটা সময় ওকে দিতে গেলাম, তখনই বুঝতাম কিছু একটা গোলমাল আছে। কিছু লুকোচ্ছে...... পরে স্বীকার করে সব। আমি অবাক হই। এতোটাই অবাক হই যে কি করবো বুঝতে পারি নাই। আমার মনে আছে আমার হাত কাপছিলো। পায়ে শক্তি পাচ্ছিলাম না। বুকের মধ্যে যেন হঠাতই হৃদপিন্ড থেমে গিয়েছিলো.........
...... তারপর অনেক কিছু। অনেক নাটক।
শেষ কথা। ও ফেরে নাই। আমার নামে থানায় জিডি করে রাখছে ওর ফ্যামেলি। নতুন বিএফ কে নিয়ে হয়তো ভালোই আছে ও । আমিও আর প্রেম করতে পারি নাই। দারী বড় হয়া গেছে, চুল ছোট করে ফেলেছি। এক সময় মায়ের ফোন খুব বিরক্ত লাগতো, এখন খুব ভালো লাগে। আমি আমার মায়ের ভালো ছেলে আজ।
মাঝে মাঝে খুব মনে পড়ে ওর কান্নাগুলো। সবটাই কি ছিলো শুধু প্রহসন??? A part of love game!?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

জোবায়ের হোসাইন জামীল বলেছেন: মেয়ে জাতি দুষ্ট অতি ডাকে কোলের কাছে হাযার কথায় মন ভুলিয়ে মিথ্যা ভালোবাসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.