![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। অন্যের জন্য নয়, নিজের জন্য। জীবনটাকে উপভোগের জন্য সততার বিকল্প নেই। "দুনিয়ায় ভালো মানুষের দাম নাই।" এসব ফালতু কথা। শেষ হাসিটা সবসময় ভালো মানুষ গুলাই হাসে।
একজন সৎ মানুষের আর্থিক সংকট থাকতে পারে কিন্তু মানুষিক শান্তি সবসময় ১০০%। আর একজন ঘুষ খোর যতই টাকার মালিক হোক, মানুষিক ,পারিবারিক , সামাজিক ভাবে তাকে হেয় হতেই হয় কোন না কোন এক সময়।
শেষ করি কোন এক মুনিশির কথা দিয়ে, কে বলেছিল মনে নেই! "অসৎ আনন্দের চেয়ে সততার পথে পাওয়া বেদনাও মধুর!"
©somewhere in net ltd.