নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Do Limitless!

পথিক সাকিব

পথিক সাকিব › বিস্তারিত পোস্টঃ

মুল্য

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৮

আমার এক গার্লফ্রেন্ড।
প্রমান চেয়েছিল কতো ভালোবাসি।
রাত তিনটায় এক বন্ধুকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম ওর বাসার সামনে।
সারারাত জানালায় দারিয়ে কথা বলে ফিরে এসেছিলাম ফজরের আজানের সময়।
বন্ধুটা এখনো আছে। প্রেমিকাটা অন্য কারো বাচ্চার মা এখন।
এর পর বহুকাল পরের কথা।
আবার অন্য একজন ভালোবাসার প্রমান চেয়েছিলো।
বন্ধুদের মিথ্যা বলেছিলাম। তার কথা রেখেছি।
সে ও আজ নেই। বন্ধুগুলো রয়ে গেছে এখনো।
রাত আমি অনেক জাগি। ওদের জন্যও জেগেছি, পরীক্ষার জন্যও জেগেছি, রাত জেগেছি অন্য কোন কাজেও।
শুধু দাম পাইনি সেই রাতগুলোর, যেগুলো সেই নাড়ী দের জন্য ব্যায় করেছিলাম।
পরীক্ষার রেজাল্টগুলো এখনো রয়ে গেছে আমার পরিশ্রমের সাক্ষি হয়ে। তাদের জন্য জাগা রাতের কোন সাক্ষি নেই।
যেই ভালোবাসা দেখানোর জন্য এত্তো আয়োজন, যাদের জন্য আয়োজন। তাদের মুখেই শুনতে হয়েছে, আমি ভালোবাসি নাই, কখনোই ভালবাসি নাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৯

কানিজ রিনা বলেছেন: আপনার মেয়ে বা বোন যদি কাউকে ভালবাসে
আপনিও হাত পা বেধে অন্য ছেলের সাথে
বিয়ে দিবেন। আর সান্তনা সরুপ মেয়েটা
বলবে আমি কখনই ভালবাসিনি।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

পথিক সাকিব বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। হয়তো আপনার ফ্যামিলি / দৃষ্টি ভঙ্গি থেকে সত্যই বলেছে। কিন্তু ব্যাপার হলো, আমি যে দুইজনের কথা বলেছি, তাদের দুইজনই আধুনিক আর স্মার্ট ফ্যামিলির মেয়ে। এখানে আপনার উল্লেখিত ঘটনা ঘটার অবকাশ নাই। এখানে মেয়ের কথা গুরুত্ব সহকারেই নেওয়া হয়। আর, আপু আমি হয়তো ঘটনা ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই, তাই একটু ভুল বুঝেছেন হয়তো। "ভালোবাসিনি" এটা আমাকে ব্লেম করা হয়ছিলো।

২| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২

ওমেরা বলেছেন: একখ বুঝতে পেরেছেন তো বিয়ের আগে মেয়েদের পিছনে সময় ব্যয় করা মানে অহেতুক সময় অপচয় করা ।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

পথিক সাকিব বলেছেন: জি ম্যাডাম। বিলক্ষণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.