![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে অনেক কিছুই ঘটে! অনেক ব্যাপারই অসমাপ্ত থেকে যায়!
গতো ৬ মাসে আমার অসমাপ্ত কাজের পরিমান প্রায় অর্ধশত! এ নিয়ে কখনোই কোন অভিযোগ ছিলো না আমার তবে এবার অবস্তা আসলেই শোচনীয়। অসমাপ্ত কাজ আমার বরাবরই থাকে, তবে সে সাথে থাকে কিছু সফলভাবে সমাপ্ত কাজ। এবার নেই। খালি হয়ে গেছি।
যাই শুরু করি, শেষ করার আগেই হতাশা ছেয়ে নেয়! প্রেম তো সবাই করে, ছ্যাকাও খায় অনেকেই। সবাই এক সময় না এক সময় তো নিজেকে গুছিয়েই নেয়। আমি ঠিক বুঝলাম না! আমার এমন অধঃপতনের কারন কি শুধু একটা ছ্যাকা? এও কি সম্ভব। আমি তো ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কষ্ট এক সময় কমে যাবে, আবার সব আগের মতোই চলবে। হচ্ছে না কেন! আমার ব্যাপারে আমার খুব উচু ধারনা ছিলো। এভাবে ভেঙ্গে পড়বো কখনো ভাবি নাই।
©somewhere in net ltd.