নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

nasrul

মহাকালের পথ যাত্রায় ক্ষণিকের যাত্রি, এই পথে হাঁসি কান্না আনন্দ বেদনা.... !

পেন্সিল স্কেচ

কল্পনায় লিখি , লিখতে ভালো লাগে তাই লিখি , আপনার ভালো লাগলে আমি খুশি :) আমার ব্লগ, আমার মুক্ত ক্যানভাস !!!কপি পেস্ট মুক্ত ।দয়াকরে কেউ না বলে কপি করবেন না ।।।

পেন্সিল স্কেচ › বিস্তারিত পোস্টঃ

!!! যদি চলে যেতে হবে তবে প্রকৃতি তুমি কেন মায়ায় বাঁধাও !!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫







রহস্য আর মায়ায় ঘেরা এ পৃথিবী ।মায়ায় জড়িয়ে রেখে তেড়ে চলছে পৃথিবী নিজ অক্ষ পথে । কিসের এতো মায়া । কেন এ যাত্রায় নিজেদের মায়ায় জড়াই । কেন এ অদৃশ্য টানে দিক বেতল হয়ে ফিরে চাই । কেন যান্ত্রিকতা এখনো বিলীন করতে পারে নি মায়ার এ অদৃশ্য শক্তিকে । বেঁচে থাকার খেলায় মেতে উঠি মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে । ধীরে ধীরে জড়ায় পরি মায়ার জালে ।

ক্ষণে ক্ষণে দীর্ঘ হয়ে ঘন হয়ে যেতে থাকে এ জাল । বেঁধে ফেলি নিজেদের শক্ত শিকলে ।ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ,আর জমে যাওয়া কিছু ভালবাসা থেকে মনের অজান্তেয় তৈরি হয়ে যায় এ টান ।স্বার্থ ময় এ দুনিয়ার স্বার্থ গ্রাস করতে পারে না ।ক্রমেয় বেগমান হতে থাকে এ টান । আধুনিক বিজ্ঞানের কোন যন্ত্র দিয়ে পরিমাপ হয় না ।শুধু মন থেকেয় পরিমাপ করা যায় । মোবাইল স্ক্রিনে বার বার দেখা , কোন এসএমএস এসেছে কিনা সেই পরিচিত নাম্বার থেকে । পথে পথে খুজে যাওয়া ,যদি হয়ে যায় দেখা । অপেক্ষার প্রহর গনা ,যদি কখনো ফিরে আসে । আজও যে ব্যাক্তিটি প্রতিনিয়ত কবর স্থানের বাহিরে দাড়িয়ে থাকে । অনেক আগ্রহে ভেজা চোখে দাড়িয়ে থাকে প্রতিনিয়ত । কিছু ঘণ্টা খানেক সময় কিছু সেকেন্ডে পরিনত হয়ে যায় তার । কার জন্য দাড়ায় থাকে ? অযথা দাড়ায় থেকেয় বা লাভ কোথায় তার ? তিনি তো আর কখনোয় সেই প্রিয় মানুষটির দেখা পাবে না । তার এই ক্ষণ কখনোয় লাভ ক্ষতিতে হিসেব হয় না । তিলে তিলে বেঁধে ছিল মায়ার বাঁধনে । আর এই অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় তার প্রিয় মানুষটির কাছে । মায়ার জালে ক্রমান্বয়ে জড়িয়ে যাওয়া । প্রিয় মানুষ গুলোর মায়ায় ঘরে ফেরা । শূন্য রাস্তায় চেয়ে থাকা , খাবার টেবিলে বসে থাকা , অযথায় চিন্তা করা , ভালো লাগার জন্য অক্লান্ত পরিশ্রম করা, অসুস্থে রাত জেগে থাকা ,সেবা করা অথবা চোখের কনে জমে থাকা জল মুছে দেওয়া । আসা যাওয়ার খেলায় সবাইকে চলে যেতে হয় । রেখে যায় শুধু মায়া নামক অদৃশ্য শক্তি ।যা তেরে বেড়ায় অনন্ত কাল । যা জায়গা করে নেয় বুকের গভীরে নীল রঙ্গা ঘরটিতে । যা কাদায় আজীবন , ভিজায় চোখকে ,ঝড় তোলে বুকের গভীরে । । যদি চলে যেতে হবে তবে প্রকৃতি তুমি কেন মায়ায় বাঁধাও ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: হুম মায়ায় বাঁধা।

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

পেন্সিল স্কেচ বলেছেন: জি

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬

পেন্সিল স্কেচ বলেছেন:



:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.