![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় লিখি , লিখতে ভালো লাগে তাই লিখি , আপনার ভালো লাগলে আমি খুশি :) আমার ব্লগ, আমার মুক্ত ক্যানভাস !!!কপি পেস্ট মুক্ত ।দয়াকরে কেউ না বলে কপি করবেন না ।।।
!! এক মুঠো শান্তি !!
পথের শেষ সীমান্তে একলা দাড়িয়ে
অবচেতন মনে চেয়ে থাকা গোধূলির কোলে ঢেলে পড়া সূর্যে
গতি ময় জগতে থমকে যাওয়া কর্কশ চেতনা
রক্ত ক্ষরণ মস্তিেষ্ক ঝটিকা প্রবাহে স্তব্ধ আমি
বিষণ্ণতায় ঘেরা অস্থির মন আমার
ডানা ভাঙ্গা পাখির ন্যায় ওড়ার বৃথা চেষ্টা
আক্ষেপের বাঁধ ভেঙ্গে ক্ষোভের আগুনে জ্বলে পুড়ি
কোথায় যেন হারিয়ে যায় শান্তির ছায়া গুলি
তৃষ্ণা আমায় আঁকরে ধরে বসে
এক মুঠো শান্তির আশায় হন্য হয়ে পথে ফেরা ।
আজ আমি বড্ড ক্লান্ত
অপবাদ আমায় গ্রাস করে প্রতিনিয়ত
শুধু শুনে গিয়েছি
তব বলিনি কিছু
কথা গুলো তেড়ে আসা ক্ষিপ্ত তীর বেশে
প্রতিরক্ষার ঢাল ভেদে রক্ত ক্ষরায় হৃদয়ে
ক্ষত বিক্ষত মন নিয়ে মিছে আশা কোনও পথে ।
পথ ভোলা পথিকের ন্যায়
হারিয় ফেলা হৃদয় মন্দির
যেথায় আশার কীর্তন গায়
হন্য হয়ে খুঁজে ফিরি
এক মুঠো শান্তির তরে ।
সহজ সরল ক্লান্ত মন আমার
বুঝে উঠে না তোমাদের পেঁচিয়ে যাওয়া গোলোক ধাঁদা
চোখে শত আশার মশাল জ্বলে
এক মুঠো শান্তির আকাঙ্ক্ষা তেড়ে বসে ।
হয়ত কোন দিন খুঁজে পাব
ধুয়ে যাবে সব গ্লানি সোনালি প্রভায়
মেখে নিবো সব শান্তি রঙ তুলিতে
ঢেলে সাজাবো জীবনের ক্যানভাস ...।।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
পেন্সিল স্কেচ বলেছেন:
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
shfikul বলেছেন: বেশ ভালো লাগল।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
আরজু পনি বলেছেন:
ভালো লাগা রইল।।
৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
শান্তা273 বলেছেন: হয়ত কোন দিন খুঁজে পাব
ধুয়ে যাবে সব গ্লানি সোনালি প্রভায়
মেখে নিবো সব শান্তি রঙ তুলিতে
ঢেলে সাজাবো জীবনের ক্যানভাস ...।।
ভালোলাগা জানালাম।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১১
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভালো লাগলো।
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো
৯| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪
পেন্সিল স্কেচ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
বোকামন বলেছেন:
চোখে শত আশার মশাল জ্বলে
এক মুঠো শান্তির আকাঙ্ক্ষা তেড়ে বসে ।