![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় লিখি , লিখতে ভালো লাগে তাই লিখি , আপনার ভালো লাগলে আমি খুশি :) আমার ব্লগ, আমার মুক্ত ক্যানভাস !!!কপি পেস্ট মুক্ত ।দয়াকরে কেউ না বলে কপি করবেন না ।।।
শ্রদ্ধেয় স্যার
জানি আপনার কাছে কখনোই আমার এ চিঠি পৌঁছাবে না । মানুষ মড়ে গেলে নাকি আকাশের তারা হয়ে যায় ,আমি রাতের আকাশে সবচেয়ে বড় তারা টায় খুঁজি , জানি সেটিই আপনি, আর পাঠিয়ে দেই কিছু আবেগ মাখানো ভালবাসা । চিঠি না পৌঁছালেও আমার এ ভালবাসা টুকু ঠিকয় পৌছায় । অনেক কথা লিখতে ইচ্ছে করে । মনে অনেক প্রশ্ন উকি দেয় প্রতিনিয়ত ।জানি কখনোই আর এসব প্রশ্নের উত্তর পাবো না । নিজে নিজে উত্তর গুলোর খোঁজার বৃথা চেষ্টা চালাই ।আপনি শিখিয়েছিলেন চাঁদ কে দেখার নিয়ম ,জ্যোৎস্না উৎসব কিংবা বর্ষার বৃষ্টিতে ভিজে কদম ফুল খোঁজা। সাধারণ অনুভূতি গুলিকে কি করে সাজিয়ে নিতে হয় অসাধারণ মুহূর্তে । ব্যস্ত নগরীর রাজপথে কিংবা ফুটপাতের কোন ভাঙ্গা চায়ের দোকানে শান্তি খোজা ।মনের গহিনে একে দিয়েছিলেন এক সাধারণ স্বপ্ন বালকের প্রতিচ্ছবি ।
মহাপুরুষেরা শুধু কল্পনার রাজ্যে বিদ্যমান । স্যার আপনি কি জানেন আপনি আমার কাছে বাস্তব জগতের মহাপুরুষ ।আপনার রেখে যাওয়া বুলি গুলোতে আঁকড়িয়ে স্বপ্ন স্নানে বিভোর থাকে অজস্র তরুণ ।
প্রতিবছর অপেক্ষায় থাকি আপনার বইয়ের । অপেক্ষা এখন অপেক্ষায় থেকে যায় ।প্রকৃতি সত্যিই নিষ্ঠুর আচরণে বেঁধেছে আমাদের ।আজ আপনার জন্মদিন , যেখানেই থাকেন ভালো থাকবেন ।শুভ জন্মদিন !!
ইতি
আপনার একজন ভক্ত,
যার চোখে আপনি মহাপুরুষ ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: শুভ জন্মদিন !!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
ফয়সাল মাহাদী বলেছেন: শুভ জন্মদিন স্যার।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় লেখক ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
পেন্সিল স্কেচ বলেছেন: দয়া করে ত্রুটি এবং বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । শুভ কামনা