নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েশখ ইমরান আািজজ

েশখ ইমরান আািজজ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলের অভিবাদন

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬



পৃথিবীর সব দেশেই তাদের পারস্পরিক অভিবাদনের নিজস্ব একটা স্টাইল আছে। এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে এতে করে মাঝে মাঝে সমস্যাতে পড়তেই পারে।যেমন আরব দেশে কিংবা (আমাদের দেশেও) পরস্পরকে (একই লিংগের) জড়িয়ে ধরার একটা রীতি আছে, যেটা পশ্চিমা দেশে নাই। তাই কোন দেশে বেড়াতে গেলে এগুলো জেনে যাওয়াটা ভাল।



আসুন জেনে নেয়া যাক এরকম কিছু নিজস্ব রীতি।



আমেরিকা বা তার আশে পাশের দেশে পরস্পর করমর্দন করে যখনি দেখা হয়, কিংবা কখনো কখনো পরস্পরকে হাই হেলো, বা স্মিত হাসি দিয়ে অভিবাদন জানায়।



ব্রিটেনে সাধারণত প্রথম দেখাতে handshake করে সাধারণত অপরিচিতদের সাথে, আর বন্ধুদের সাথে তারা সবসময় হ্যালোই বলে সাধারণত।ইনফর্মাল সিচুয়েশনে গালে চুমু খাওয়ার রীতিও চালু আছে ব্রিটিশদের মধ্যে।



ফ্রেঞ্চদের মধ্যে দেখা হওয়া এবং বিদায় দুই ক্ষেত্রেই handshake এবং গালে চুমু খাওয়ার রীতি আছে।



জাপান বা আশেপাশের দেশে পরস্পরকে দেখে হালকা bow করার রীতি বিদ্যমান।



আরব দেশে কিংবা পরস্পরকে (একই লিংগের) জড়িয়ে ধরার এবং গালে চুমু খাওয়ার রীতি আছে। handshake করলে সাধারণত এখানে একটু বেশি সময় নিয়ে করা হয়।



হাংগেরিতে এবং বেলজিয়াম এ গালে চুমু খাওয়ার রীতি (ডান থেকে বাম গালে) আছে। ছেলেরা অবশ্য handshake করে।



রাশিয়াতে handshake করার রীতি,তবে এত জোরে যে হাত ভেংগে ফেলার মত। ছেলেরা মেয়েদের গালে তিনবার চুমু খায় কিংবা handshake করে আলতো করে এবং ঐ হাতেই চুমু খায়।



এভাবে সব দেশেই কিছু না কিছু রীতি অবশ্যই আছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: হাই ভ্য
বাংলা রিতি

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

চুমা খাওয়ার রীতি আমাদের দেশে থাকলে কিমুন হইত ???

পোলাপানের হ্যালো বলতে যা দেরি হত কিন্তু চুমা খাইতে না
B-)) B-)) =p~ ( যদি মেয়ে হয় আর কি :P )

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

হাবিব০৪২০০২ বলেছেন: আমার হাউজমেটের কাছে শুনেছি নরডিক কান্ট্রিগুলোতে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই ৩ টা চুমা দেওয়ার রীতি, তাও নাকি আবার ঠোঁটে

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

েশখ ইমরান আািজজ বলেছেন: কি জানি...মনে হ্য় ঠিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.