নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েশখ ইমরান আািজজ

েশখ ইমরান আািজজ › বিস্তারিত পোস্টঃ

যেসব খেলা বিটিভিতে দেখায়, সেগুলো বিটিভিতেই দেখুন ! :D

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

জানি বিটিভির অনেক দোষ আছে, ফুটবল খেলাতে টাইব্রেকারের সময়য় খবরের জন্য স্টুডিওতে চলে যাওয়া, ক্রিকেট এ লাস্ট ওভারের তিন বলের সময় এড দেখানো সবই মানি।



তাও বিটিভি দেখবেন খেলার সময়য় যদি এই খেলা স্টার বা কোন ভারতীয় চ্যানেল দেখায় ও। কারণ এই খেলা আপনি একা দেখছেন না, আপনার সাথে আপনার বাচ্চা থাকতে পারে, বোন থাকতে পারে, মা-বাবাও থাকতে পারে :#>



না ভাই আমি বিটিভির কেউ না কিন্তু। অন্য চ্যানেল না দেখতে বলার কারণ এই যে-



- এইসব চ্যানেল যে এড দেখাইতেছে ইদানিং এগুলা রীতিমত কি বলুম আর......AXE এর এড এ শ্বশুর আর হবু পুত্রবধুর যে একটা এড দেখায় তাতে আপনি লজ্জা পাইতে বাধ্য

- আরেকটা মল্ম এর এড দেখলাম এক ছেলের মাথা ধরছে, মলম মাখায় দেয় এক খোলামেলা মহিলা, ভাবলাম ওর বৌ মনে হয়, না ঐ লোক বলল, “থ্যাঙ্কু ভাবী”

- একটা জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর এড দেখায়, এইটা কেমনে টিভিতে দেখানোর অনুমতি পাইছে বুঝলাম না

- সেট ওয়েট এর এড তো বললামই না

- চকলেট এর এডও এখন এইরকম



ভারতে এখন কি সব এডেই এইসব ব্যবহার করতে হয় নাকি? Consumer রা কি কোন সাধারণ এড দেখলে জিনিস কিনতে চায় না নাকি?



এখন তো খেলার চ্যানেল দেখাও সমস্যা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

মাহমুদুর রাহমান বলেছেন: X(( X(( X(( X((

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

েশখ ইমরান আািজজ বলেছেন: আমার উপর রাগ হইল নাকি?

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

পদ্যবিতা বলেছেন: ব্যধিই সংক্রামক, স্বাস্থ নয়।

স্বাস্থ্যবান মানুষের সাথে বসবাস করলে স্বাস্থ্যবান হওয়া যায় না।

রোগীর সাথে বসবাস করলে নিজেও রোগী হবার ভয় থাকে।

খারাপ বদগুন মানুষের ভিতর নিজ থেকেই প্রবেশ করে। বিশ্বায়নের দোহাই এ ক্ষেত্রে অমূলক।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

েশখ ইমরান আািজজ বলেছেন: তাইলে বেশি বেশি এড দেখতে হইব , নাকি? :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

িবদ্রহী বলেছেন: ভারত পর্ং্রফির প্রোমোটার হয়ে গেছে..। আমাদের ভারতীয় চ্যানেল থেকে চতটুকু দুরে থাকা যায় ততই মংগল

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

েশখ ইমরান আািজজ বলেছেন: পারুম না , পারি না

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

সচেতন বলেছেন: হাতে রিমোট রাখবেন !

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

েশখ ইমরান আািজজ বলেছেন: রিমোট সবসম্ য় কাজ করে নাকি?

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

রাহিক বলেছেন: ভালো বলেছেন ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

েশখ ইমরান আািজজ বলেছেন: অনেকের রাগ হইছে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.