![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই ফিল্টার, মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার এটা, দেশের উন্নয়নে মানবিকতার ও মুক্ত চিন্তার আদর্শের সৈনিক।
শ্রেষ্ঠগুনে সর্বসেরা আমার দেশের নারী,
লেবাস খোলস সব পুড়িয়ে ছিন্ন করেছে বেঁড়ি!!
ও মেয়ে - তুমিই নারী, প্রেয়সী অথবা জননী !
সহনশীলতার শীর্ষচুড়ায়, শ্রেষ্ঠতম স্থান,
মসজিদের ঐ মিরাচুড়ায় তোমার অবস্থান !!
নিজেকে তুমি বিলিয়ে দিয়ে, অন্যকে কর তুষ্ট,
সৃষ্টির তব কি খেলাগো? শিশুও কর পুষ্ট।।
খুব জানতে ইচ্ছে করে-
হে নারী, নিভৃতে সকল "অনাকাঙ্খিত লাঞ্চনা / বঞ্চনা" লুকাও কিভাবে?
লুলুপ কামুক দৃষ্টি অথবা নোংড়া উক্তি;
বিঁষ কাঁটা হয়ে গাঁয়ে বিধলেও, সহ্য কর কিভাবে?
কোন সেই অদ্ভূত সহ্য ক্ষমতার বলে তুমি সহনশীল হও?
"বিধাতা শুধু তোমাকেই দিয়েছেন আলোক প্রজ্জলনের দীপ্তি,
তুমি পেয়েছ সৃষ্টির সেরা, মাতৃত্বের শক্তি !!
মাঝে মাঝে,আনমনে ইর্ষান্বিত হই।
হে নারী,
রাজমুকুট় মুকুট একমাত্র তোমারই প্রাপ্য,
পুরুষের লিপ্সাগুলি কাঁচেরমত ভেঙ্গে যাক!
পুস্প-পাপড়িতে রূপান্তরিত কামুক পরুষের অশুভ দৃষ্টি ।
এযুগেও যুক্ত হয়েছে নতুন কিছু তিরস্কার-
সহ্য করে, মুখ বুঝে নাও, মৃদুহেসে পুরস্কার।
#ভার্চুয়াল পৈশাচিক কু-দৃষ্টিগুলি, বড়্ড় বেশী যন্ত্রনা দেয় !
ঝুড়িটিতে, টুনটুন শব্দে' সহসাই গভীর ঘুমগুলিকে ভেঙ্গে দেয়।
তবুও তুমি অনাকাঙ্খিত লাঞ্চনা লুকিয়ে রাখো কিভাবে?
#নারী, তুমি কি জান?
তোমার প্রতিশব্দ "সকল শক্তির" উৎস ?
কেউ বলে ললনা, কেউ বলে কামুকনারী।
এতো কথা শুনেও তুমি হওনা কেন ক্ষিপ্ত,
তোমার এই দৈর্য্যেগুনেই পৃথিবী আজ তৃপ্ত!!
সুন্দরী অবলা বলে তুচ্ছ করে যদি,
বলে দিও- মা'য়ের গর্ভে জন্ম নিলেও নারীকে কর তুচ্ছ,
কাক কখনো ময়ূর হয়ে, বাঁচাতে পারেনা তার পুচ্ছ।
তুমিই শ্রেষ্ট, কারণ তুমি মাতৃদুগ্ধে করেছ আমার পুষ্ট,
তুমিই দেখিয়েছ পৃথিবীর আলো, শিখিয়েছ শ্রেষ্ঠ কিবা কোনটাকে বলি নিস্কৃষ্ট !!!
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৮
শেখ মিজান বলেছেন: ধন্য আপনার কমেন্ট পেয়ে.।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
বর্ণিল হিমু বলেছেন: চমৎকার লিখেছেন.....!