![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই ফিল্টার, মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার এটা, দেশের উন্নয়নে মানবিকতার ও মুক্ত চিন্তার আদর্শের সৈনিক।
ভাবছে আর ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে সুপ্তি,
আমার নরম শরীরের মাংসে তৃপ্তি খুঁজেছে ঐ তুফান রাজ, তাঁর চোখে তৃপ্তির নির্মম পৈচাশিক উল্লাস ! আমি তার বিস্ফোরনে ছিন্নভিন্ন রক্তাক্ত। টুকটুর হয়ে রক্তাক্ত মাংসপিন্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলাম বাংলার জমিনে। সমাজের হৃদয় চৌচির হয়েছিল হয়তো ! কিন্তু কেউ বাঁচাতে আসেনি, বিক্ষুদ্ধ হয়নি তরুন মনন, আমার রক্ত কাওকে ক্ষমা না করুক।
সুপ্তি মুখ থেকে হাত সরিয়ে আয়নায় নিজের লুন্ঠিত মুলখটি দেখার চেষ্টা করেছিল। ... আয়নায় এ কার মুখ? চিৎকার দেবার জন্য মুখ খোলে সে, কিন্তু আয়নায় ভেসে উঠে নরপিচাশ ধর্ষকের ভয়ংকর মুখ, মুর্ছা যায় সুপ্তি ।
অত:পর কি ঘটেছিল সুপ্তির ভাগ্যে?
সুপ্তিরা ধর্ষিত হবে আমরা কেন ধর্ষকদের সামজিকভাবে বয়কট করতে পারবো না? অবক্ষয়ের বিরুদ্ধে কেন দাঁড়াবো না?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: গায়ের রং নিকৃষ্ট জীব সুয়রেরও দেখা যায়। কিন্তু প্রানী স্তর এক জায়গাতেই অবস্থিত। মানুষ আকৃতির এই প্রানিদের ধ্বিক্কার দেয়াও পন্ডশ্রম হবে। এরাই জাতির পিতার আদর্শ ধ্বংসের প্রধান হাতিয়ার।