![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই ফিল্টার, মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার এটা, দেশের উন্নয়নে মানবিকতার ও মুক্ত চিন্তার আদর্শের সৈনিক।
কোটা সংস্কার বিষয়টির পক্ষে বিপক্ষে নানা জনের নানা মত আছে, আমি বিষয়টি দেখছি ডিজিটাল যুদ্ধের অংশ হিসেবে। তৃতীয় বিশ্বযুদ্ধটা ডিজিটাল যুদ্ধ হবে বলে ধারানা করেন অনেকে, এ যুগের প্রধান হাতিয়ার কিবোর্ড আর ভার্চুয়াল ডিভাইজ, আপনারা হয়তো লক্ষ করেছেন, বর্তমান বিশ্বেস যে ক'টি গণ আন্দোলন সংগঠিত হয়েছে প্রত্যেকটি ভার্চূয়াল মাধ্যমে, লক্ষ কোটি জনতা একটি ইস্যুতে একমত হয়ে রাস্তায় নেমেছে, প্রচলিত প্রচার মাধ্যমগুলি খবর পাওয়ার আগেই "জন বিস্ফোরণ" রাস্তায় মিছিল করেছেন, প্রতিবাদে ক্ষোভে দাবী আদায় করেছে।
এদেশেও তার ব্যতিক্রম নয়, গণজাগরণ মঞ্চের আন্দোলয়, কোটা সংস্কার আন্দোল সেই ভার্চুয়াল যুদ্ধের অংশ, আজ হয়তো লক্ষ করেছেন সরকারের ৫টি গুরুত্বপূর্ণ সাইট হ্যাকারদের দখলে ছিল, দু:খের বিষয় এই যে, জনগুরুত্বপূর্ণ ঐ সকল সাইট যদি খারাপ মানুষের নিয়ন্ত্রণে চলে যায় তখন কি করবেন?
জনদাবী কখনো বলে কয়ে, মিডিয়ায় প্রচার করে আসবে না, আগামিতে প্রত্যেকটি গণ আন্দোলন সকল মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে বিস্ফোরণের ন্যায় জনতার সম্মুখে উপস্থিত হবে।
সাংবাদিকতা যে অর্থে আমরা বুঝি, ভার্চয়াল যুদ্ধাগণ সাধারণ তাদের উপর নির্ভর করেন না, প্রত্যেকের নিজস্ব প্রচার মাধ্যম আছে, অদুর ভবিষ্যতে হয়তো আরো যুগান্তকারী ডিভাইজ আসবে, তখন এই যুদ্ধটা ঠেকানোর সাধ্য কোন সরকার বা রাষ্ট্রের হাতে থাকবে না।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৮
ভুল বানান বলেছেন: democracy is the root of all chaos.
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২
ক্স বলেছেন: ভার্চুয়াল আন্দোলন করতে গেলে বিটিআরসি আপনার ওয়েবসাইট ব্লক করে দেবে। তাই ঐ আন্দোলনে কোন কাজ হবেনা।
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: শিক্ষা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রেই আমি কোটার পক্ষে নাই।
সাধু ভাষা, চলিত ভাষার পার্থক্য করতে পারে না, এমন শিক্ষিত কোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেখেছি। একাধিক লেখকের লেখা মেরে নিজের বলে চালাতে গিয়ে বাক্যের সংশোধন করতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে এমন কোটা শিক্ষক দেখেছি।
সুতরাং ৯৮% এর জন্য ৪৫ আর ২% এর জন্য ৬৫, বৈষম্য কমানো প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের অধিকাংশ নেতা/নেত্রিরাই চরম মেধাহীন | যতটুকু মেধা অবশিষ্ট আছে তার সবটুকুই এরা ব্যয় করে লুটপাটে | যারা জনগণের পালস বা নাড়ির স্পন্দনই বুঝতে পারে না সেই সকল মেধাহীন নেতা/কর্মীদের মগজে "ডিজিটাল"/"ভার্চুয়াল" শব্দ কখনো ঢুকবে বলে মনে করেন ?