| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনপবনের নাও
কি লিখব!
যারা মমতাজকে নিয়ে উল্টাপাল্টা বকেন, আমি সিউর তারা মমতাজের গানের ১% ও শুনেন নাই। হাতে গোনা বড়জোর ১০ থেকে ২০ টি গান শুনেছেন। একজনের ৯৯% না জেনে তার সম্পর্কে মন্তব্য করা উচিত নয়। মমতাজ কি গান গেয়ে এই পর্যন্ত এসেছেন, তার গান শুনুন, জানুন তার পরে মন্তব্য করুন। আমি নিজে দেখেছি ৮৫ বছরের বৃদ্ধমানুষ মমতাজের গান শুনে তার চোখ দিয়ে পানি গরিয়ে পরতে। ৫ বছরের বাচ্চা আনন্দে লাফিয়ে উঠতে। পুলা আর গোলা গেয়ে মমতাজ হওয়া যায় না।
সে অসাধারন একজন বাংলার লোকজ গানের শিল্পী।
বাংলাদেশি ছেলেদের আগুনের গোলা বলাতে আপনার সমস্যাটা কোথায় হল? বলেন তো একটু শুনি।
আমরা বাংলাদেশিরা হাফপ্যান্ট পরে ঘুরলে হই ফ্যাসনেবল হই , আর লুন্গি পরে ঘুরলে হই খ্যাত বাংলাদেশি। সুধু বছরের ২/৩ দিনে ফ্যাশন করতে বের হয়। এটা কোন বিদেশিদের কথা না, কিছু আল্ট্রা মর্ডান বাংলাদেশিদের কথা। আপনি জানেন কত % লুন্গি পরে আর কত % হাফপ্যান্ট পরে। এই রকম কিছু আল্ট্রামর্ডান দের জন্য আমাদের সংস্কৃতি আজ ধংশের দ্বার প্রান্তে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
মনপবনের নাও বলেছেন: ধন্যবাদ
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩২
এপোলোবিশ্বাস বলেছেন: আমরা ভিতর টা নোংরা রেখে উপরে সাদা কাপড় পড়ে ঘুরে বেরাতে বেশি ভালোবাসি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫১
মনপবনের নাও বলেছেন: দুঃখের বিষয় নিজেদের বাংলাদেশী ভাবতে অনেকেই লজ্জাবোধ করে। দেশের জন্য এরা কি করবে!
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০
শিপু ভাই বলেছেন: উফ্! মেজাজটাই খারাপ হয়ে গেছিল তাদের কথা শুনে।
মমতাজ এদেশের ৮০% মানুষের প্রতিনিধিত্ব করে ( গানের ক্ষেত্রে)।
আপনার পুরা পোস্টের সাথেই কঠিন ভাবে সহমত।
ধইন্যা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
মনপবনের নাও বলেছেন: ধইন্যা আপনাকে শিপু ভাই।
বাংলাদেশি ছেলেদের আগুনের গোলা বলাতে আমাদের জাত গেছে। আমরা খ্যাত হয়ে গেছি।
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
ঢেড়স বলেছেন: India te fock singer go koto dam..bangladeshe nai.. :-| :-|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
মনপবনের নাও বলেছেন: আল্ট্রা মর্ডানদের কাছে অন্যদেরটা নকল করাটাই মুখ্য
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০
শান্ত কুটির বলেছেন: সহমত
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
মনপবনের নাও বলেছেন: ধন্যবাদ
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২
এপোলোবিশ্বাস বলেছেন: আমরা ভিতর টা নোংরা রেখে উপরে সাদা কাপড় পড়ে ঘুরে বেরাতে বেশি ভালোবাসি
তায় বাংলাদেশি ছেলেদের আগুনের গোলা বলাতে আমাদের জাত গেল,
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
মনপবনের নাও বলেছেন: পুরাই জাত গেছে। নিজেদের একেবারে খ্যাত প্রমান করে ছাড়লাম আমরা ।
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
অকপট পোলা বলেছেন: বাংলাদেশি ছেলেদের আগুনের গোলা বলাতে আপনার সমস্যাটা কোথায় হল? বলেন তো একটু শুনি।
বাংলাদেশিরা গোলা-ই।
যারা "খালি ফাইট্টা যায়" শুইনাই সারাজীবন লাফায়া গেসে তারা আসল গানের মর্ম কেমনে বুঝিবে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১
মনপবনের নাও বলেছেন: শুনার ও জানার চেস্টা করলে তো বুঝবে।
ডিসপ্লেতে কুলা দেখাইছে। ঢাকা শহরের কয়টা মেয়ে যে কুলা চিনে তা আল্লাহ মালুম!
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
কেউটে সাপ বলেছেন: জাতি হিসাবে বাঙালি হীনমনা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
মনপবনের নাও বলেছেন: কেউ কেউ নিজেদের পরিচয় নিজেরা দিতে লজ্জাবোধ করি। গর্ববোধ তো দুরে থাক।
৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
পাহাড়ের কান্না বলেছেন: আমার দুস্ক এই জায়গায় না। আমাদের তিনজন রত্নই এমন মোটা হইলো কেন??
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫
মনপবনের নাও বলেছেন: এটাই প্রমান করে বাংগালী নারীরা এখনো অনেক কিছু থেকে বন্চিত, অসহায়... তবে সুজোগ পেলে প্রতিভা ঢেকে থাকে না।
১০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেশের অধিকাংশ দর্শকের সন্তুষ্টির জন্য হলে ও মমতাজ জরুরী ছিলো।
এবং আমি নিশ্চিত ওইসব মানুষেরা অনেক উপভোগ করেছেন।
এই সব খেটে খাওয়া মানুষদের বাদ দিয়ে পরিপূর্ণ বাংলাদেশ ভাবা যাবেনা।
পোস্টে প্লাস।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
মনপবনের নাও বলেছেন: অবশ্যই।
১১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০
প্রজন্ম৮৬ বলেছেন: যারা 'চকলেট' ওদের এই গান ভাল লাগবে না এটা জানা কথা!!!
আগুনের গোলা শুনলেই তো ডরায়!!!
আছে না কি এমন জম্পেশ আর কোন গান! আমার বিরাট ভাল লাগছে গানটা!!!!
ভাবতেছি নিজের বিয়ার সময় কমু এই গানটা বাজাইতে ![]()
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮
মনপবনের নাও বলেছেন: ধন্যবাদ। বিয়ার দাওয়াত দিয়েন। ![]()
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১
এপোলোবিশ্বাস বলেছেন: সব শালা ইংলিশ মিডিয়ামে পড়ে স্মার্ট হইছে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
মনপবনের নাও বলেছেন: এরা কিন্তু সংখায় খুবই নগ্যন্য। স্বদেশে এলিয়ান মনভাবের..
১৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২
পথিক হবো বলেছেন: dukhho!! jara halfpant pore tara may b ei lekhagula pore na!!![]()
jahok,++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৫
মনপবনের নাও বলেছেন: কিজানি! , তবে আমি নিজেও হাফপ্যান্ট পরে আছি তাই বলে লুন্গিকে খ্যাত মনে হয় না। ওটাও পরি।
১৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: গানের ক্ষেত্রে মমতাজের তুলনা নাই,,
মাটির মানুষের গান করেন তিনি..
.কিন্তু তার স্বভাবগত দিক থেকে আমার কিন্চিৎ আপত্তি আছে বৈকি....
আশা করি যারা বুঝার তারা বুঝে নিয়েছেন...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৮
মনপবনের নাও বলেছেন: ওকে ধন্যবাদ।
১৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
মুভমেন্ট বলেছেন: ভাইরে ওর গান নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা হলো যে গানটি গেয়েছে সেটি নিয়ে। এটি দেশের সংস্কৃতির কি উদ্ধার করেছে। ওর অনেক ভালো ভালো গান ছিলো, যেগুলো দেশের গ্রাম বাংলার সংস্কৃতি বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৮
মনপবনের নাও বলেছেন: সেটাই আপনার কাছে প্রশ্ন। গানে সমস্যা টা কোথায়??????
বলেন বলেন....................
১৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
সিংহরাজ বলেছেন: আপনার পুরা পোস্টের সাথেই কঠিন ভাবে সহমত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৯
মনপবনের নাও বলেছেন: ধন্যবাদ
১৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৫
কান্না হাসি বলেছেন: ভাইজান একটা কথা মাথায় রাখেন
এটা মহল্লার চা দোকান ছিলোনা
এটা ছিলো বিশ্বকাপ উদ্বোধনী মন্চ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৮
মনপবনের নাও বলেছেন: মাথায় রাখলাম। গানে সমস্যা টা কোথায় ছিল সেটা বলেন আগে।
উদ্বোধনী মন্চ:
রিকসা গেলো কেমনে? আমাদের কি মার্সেডিস বেন্চ ছিল না? উদ্বোধনী মন্চে গেল কেমনে?
ডিসপ্লে তে কুলা আসলো কেমনে? উদ্বোধনী মন্চ ছিল না?
ডকুমেন্টারিতে পলো দেখাইলো কেন?
এতে কি আমাদের জাত যায় নাই?
গানে সমস্যা টা কোথায় ছিল???????
১৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩
রুদ্রমরু বলেছেন: @কান্না হাসি:: সমগ্র বাংলাদেশের চায়ের দোকানের গান বিশ্ববাসীর কাছে রিপ্রেজেন্ট করায় আমাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে নাকি??
লেখককে ঝাঝা +++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২২
মনপবনের নাও বলেছেন: ধন্যবাদ
১৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২১
তাশমিয়া বলেছেন: শিল্পীদের মধ্যে মমতাজের পারফর্মেন্স সবচেয়ে প্রাণবন্ত ছিল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২২
মনপবনের নাও বলেছেন: ওকে
২০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩২
শিপু ভাই বলেছেন: অঃটঃ মমতাজের "ফাইট্টা যায় " গানটা আমার অসম্ভব প্রিয়। কত সহজ সরল ভাষায় প্রেমে প্রতারনার শিকার একটা গ্রাম্য মেয়ের কষ্ট সুরে -তালে তুলে ধরেছেন। অনেকে বলে ওইটা নাকি অশ্লিল গান!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২৩
মনপবনের নাও বলেছেন: কে বলে অশ্লিল । কিছু আল্ট্রা মর্ডান হিজরারা বলে।
২১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৯
প্রমিথিউস আনবাউন্ড বলেছেন: মমতাজ রে নিয়া প্রব্লেম নাই ছিলোও না কখনও। বিষয় হইল উদ্বোধনী অনুষ্ঠানে ওর জাগায় অন্য কেউ গাইতে পারতো। যেমন, বারী সিদ্দিকীর বাশি, কিংবা লালন এর গান হুমাউন সাধু বা টুনটুন বাউল এর কন্ঠে। ও গাইসে ওর রাজনৈতিক প্রভাবে। হ্যা এই কথা সত্য যে ও খুব জনপ্রিয় ফোক গায়িকা। কিন্তু ও ফোক কে ও বানিজ্যিকীকরনের ধারায় ডিস্টরট করসে। বানিজ্যিকী করনে আপত্তি নাই , কিন্তু আপত্তি বিকৃতি র কারনে। এই ধরনের অনুষ্ঠানে যত বেশী অরিজিনাল করা যায় তত টুকু করা উচিত। যদি মমতাজ রে খ্যাত বলা হয় তাইলে আমারো আপত্তি আছে। মূল আপত্তি হল ইচ্ছা শক্তি থাকলেই আরো ভালো করা যেত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২০
মনপবনের নাও বলেছেন: মমতাজের গানই বেশী অরিজিনাল। লাখো মানুষের প্রানের গান।
এটাই বাংলাকে অরিজিনাল প্রেজেন্ট করবে।
২২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬
তির্থক আহসান রুবেল বলেছেন: প্রিয় ব্লগার!!! আপনাকে বলছি,
আপনি... পোলা তো নয় যেনো আগুনেরও গোলারে.... আগুনেরও গোলা......!!!!
আমাগো আধা শিক্ষিত (সংস্কৃতিতে যারা হিজরা) পোলাপাইনের লাইগা তো এই অনুষ্ঠান ছিল না, গানও না। অনুষ্ঠান ছিল এই দেশের সবার যেখানে বেশীর ভাগ লোক খেটে খাওয়া মানুষ। যাদের প্রাণের শিল্পী মমতাজ। কাজেই এমন জায়গায় মমতাজ থাকবো এটাই স্বাভাবিক।
++++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৭
মনপবনের নাও বলেছেন: অনুষ্ঠান ছিল এই দেশের সবার যেখানে বেশীর ভাগ লোক খেটে খাওয়া মানুষের যাদের প্রাণের শিল্পী মমতাজ। কাজেই এমন জায়গায় মমতাজ থাকবো এটাই স্বাভাবিক।
২৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩২
প্রমিথিউস আনবাউন্ড বলেছেন: সুহৃদ
আপনার শিক্ষিত বচন এ আমি টাশকিত! আমার জানামতে এই অনুষ্ঠান টা আইসিসির ছিল, আইসিসির পক্ষে বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজন করেছে। আমরা এতে স্বাগতিক হিসেবে আয়োজন করেছি মাত্র। এতে আমরা আমাদের নিজেদের ওরিজিন আর সংস্কৃতি (যতটুকু সম্ভব) সুদ্ধভাবে উপস্থাপন করব এটাই স্বাভাবিক। এই জন্য বালাম, টিপু এলিটা, মিলা দের গান এ ইংরেজী অংশ, মমতাজ এর গানের অযাচিত ইংরেজী শব্দ পরিহার ও শব্দের উপস্থাপন বিকৃতি সমর্থন যোগ্য না। বিশেষত এই ধরনের অনুষ্ঠানে যেখানে আমরা সারা বিশ্বের সামনে নিজেদের উপস্থাপন করছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৬
মনপবনের নাও বলেছেন: আনন্দবাজারের পত্রিকার সাথে আপনার কমেন্টের ভাব বড় মিল পাওয়া যায় দাদা ![]()
২৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩৬
অকপট পোলা বলেছেন: @অসামাজিক ০০৭০০৭
তার স্বভাব নিয়া আপনার কি বলার অধিকার আছে? আমি নিজে তা জানি না জানতেও চাই না। এটা তার ব্যক্তিগত ব্যাপার! আসুন মানুষের ভালো দিকগুলা দেখার চেষ্টা করি; সবাই এগিয়ে যাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯
জোকার৬৬৬ বলেছেন: ঝাজা