![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।
কাল(১৭.৮.১৪) আমাদের দেশের সেরা ট্রেন গুলোর একটায় ঢ়াকা থেকে চট্রগ্রাম এলাম ।
সূবর্ন একপ্রেস এসি রুমের যে সিটটা আমার ছিল, তা বসার জন্য মোটেই আরামদায়ক নয়, বসার জাগয়াটা কুচকে ফুলে ছিলো ।সামনের ট্রে টার লক ভেঙ্গে গেছে তাই দড়ি দিয়ে বেধে রেখেছে, ফুট রেষ্টটা কেউ নিয়ে গেছে । তবে কক্ষের ভিতরটা অত্যান্ত পরিস্কার ছিলো ।টয়লেটে বাতি নেই, অন্ধকার, আগে সাবান ও টিস্যু থাকতো, এখন তার বালাই নেই ।
এগুলো খুব সাধারণ জিনিষ । শুধু নিদ্দিষ্ট বিভাগের দায়িত্বহীনতা এ জন্য দায়ী ।
হয় অযোগ্যে লোকেরা , নয়তো দায়িত্বজ্ঞানহীন লোক দ্বায়িত্বে আছেন । তাই এ অবস্হা ।
আমার সিটটা ছিলো চ৪৫.।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
জিরো ডাইমেনশন বলেছেন: ট্রেন সমস্যার সমাধান কখনো হবে বলে মনে হয় না।নেভার এভার
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২৮
ঢাকাবাসী বলেছেন: দুনিয়তে সবচাইতে দায়িত্বহীন অকর্মন্য অদক্ষ দুর্ণীতিবাজ অলস সরকারী কর্মচারী হল এই বাং....।