![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইচ্ছে করেই এক বোবা সুন্দরীর
প্রেমে পড়েছিলাম
আমার তখন সুন্দরের খুব প্রয়োজন ছিলো
কথার কোনো প্রয়োজন ছিলো না
আমি প্রকৃতির বুকে অনেক ঘুমিয়েছি
সবচেয়ে দীর্ঘ পথ হেঁটেছি, বৃক্ষের ছায়ায়
গোলাপের বুক থেকে প্রকাশ্যে কুড়িয়েছি
সুগন্ধির আস্বাদ
আমি সবচেয়ে বেশিআসা-যাওয়া করেছি
উচ্ছলিত জলের গৃহপথ ধরে
সবচেয়ে মধুর চুম্বন এঁকেছি
কুমারী সূর্যের আলুনি ঠোঁটে
আমি নির্বাক জোছনা থেকে কুড়িয়েছি
নির্ভুল ভালোবাসাসমগ্র
আমি ইচ্ছে করেই কোমল হাতছানির
প্রেমে পড়েছিলাম
আমার তখন ইশারার খুব প্রয়োজন ছিলো
শব্দের কোনো প্রয়োজন ছিলো না
আমি নীরব বিস্ময়ে প্রত্যক্ষ করেছি
সুন্দর মানেই, এক অসীম বোবাত্ব
আর, আমি তখন ধ্যানমগ্ন নিঃশব্দ ধূলিকণা
কথা বলি না, কেবল শস্য ফলাই!
০২ রা মে, ২০২২ বিকাল ৫:২০
শেখ নজরুল বলেছেন: ভালো ছিলাম। ব্লগটি আমার খুব পছন্দের। আশাকরি নিয়মিত হবো।
২| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
প্ল্যান করেও হৃদয়ে প্রেমের ফুল ফুটানো যায়?
৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫৬
সোনাগাজী বলেছেন:
প্রেম আছে এখনো?
০২ রা মে, ২০২২ বিকাল ৫:২০
শেখ নজরুল বলেছেন: িঠিকই বলেছেন, ধন্যবাদ।
৪| ০২ রা মে, ২০২২ রাত ৯:০৭
সোনাগাজী বলেছেন:
কোনটা ঠিক বলেছি, উত্তরের সাথে আমার প্রশ্ন মিলাতে পারছি না।
৫| ০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৬
নূর আলম হিরণ বলেছেন: আমি খুব একটা কবিতা পড়ি না, তবে আপনার কবিতার প্রথম দুই লাইন পড়ে পুরো পড়তে ইচ্ছে হলো। ভালো লিখেছেন।
৬| ০৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫৪
ৎৎৎঘূৎৎ বলেছেন: বোবা বউ বা বোবা প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার এবং সময়োপযোগী। ভাল লেখা।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২২ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: অনেক ভাল একটি কবিতা পড়লাম।
আপনি কেমন আছেন, ছিলেন?
৭ বছরেরও বেশি সময় পরে আজেকে আবার পোস্ট দিলেন!!!
আশাকরি নিয়মিত থাকবেন।
আপনাদের মতো পুরানো ব্লগাদের এই ব্লগে খুবই প্রয়োজন।
ধন্যবাদ ও শুভকামনা।