নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

জড় মানব

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৫৮


তুমি হে মানব
সৃষ্টির শ্রেষ্ঠ, ভ্রষ্টিয়া কেষ্ট,
উত্তম - মানব তোমার বুদ্ধি মত্তা,
আমিত্ম স্বাদের গড়া ব্যস্ত সত্তা।
ছড়িয়ে স্ব - রব
এই পতি-পত্নী, তব ভ্রাতা-ভগ্নী,
যত ভাব তোমার প্রিয় আপন,
কর লাঞ্চনা সহ্য বিষাদ যাপন।
ভুলেছ মাধব
বিচিত্র ক্ষেত্র মায়ার, এ জগৎ সংসার,
সুখের আশে - ভোগো দুঃখ বিন্দু বিন্দু,
ক্ষণ সুখে ডুবাও আত্মা বিষাদ সিন্ধু।
নাজেনে রাঘব
এই আছে ভাই, এই দেখ নাই,
জ্বালাও জীবন তব কয়লার মত,
মায়া জলে জমে হও ময়লার মত।
না মেনে যাদব
যত তুমি পাও, তত আরো চাও,
বড় কর ভোগ - সুখের বাসনা,
যত জড়াবে তত পোড়াবে দুঃখ বেদনা।
*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
( প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ রাত ১০:২২

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা । আপনার উপরের লিখা কবিতার ছন্দ ও মাত্রা পরে ভাবছিলাম একটি কবিতা যদি দেখতে পেতাম যা এরকম ছন্দ ও মাত্রায় লিখা তাহলে কত না ভাল হত । তখন সময় অভাবে নীচে দেখা হলনা । ভেবে রেখেছিলাম পরে আবার আসব , আসাটা বৃথা হয়নি পেয়ে গেছি নীচেই এই কবিতাখানি, যা ছন্দ ও মাত্রার বিষ্ময়কর উদাহরণ । এ কবিতাটি নিয়ে গেলাম প্রিয়তে । এতে শিক্ষণীয় বিষয় অনেক আছে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, আপনার আগ্রহদেখে, আবার কাব্য জগতে ফিরে এলাম। অনেক দিন কবিতার সাথে সম্পর্ক ছিল।

২| ২২ শে জুন, ২০১৬ রাত ১:৪৯

কালনী নদী বলেছেন: সত্যিই অসাধারণ ছন্দমিল! এটার প্রেমে পড়ে গেলাম দাদা।।।

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

সুবল চন্দ্র বর্মন বলেছেন: অনুপ্রাণিত হলাম। আবারো শুভেচ্ছা ও স্বাগতম।

৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, উপন্যাসিক, চিত্রনাট্য পরিচালক, এবং জৈব প্রযুক্তিবিদ।

আপনি তো অনেকগুণের অধিকারী। আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগল। আপনার সান্নিধ্যে আমার বা আমাদের অনেক উপকার হবে বলে মনে করি।

শুভকামনা রইল।

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৫

সুবল চন্দ্র বর্মন বলেছেন: চেষ্টা করছি মাত্র। বাকিটা আপনাদের মত পাশের লোক বিচার বিশ্লেষণ করলেই আত্মস্থ হব।

৪| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন একটা কবিতা।

অনেক দিন পর ছন্দোময় একটা কবিতা পড়লাম। :)

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আমার এ সামান্য পরিসরে আপনাকে স্বাগত। পাশে থাকুন, আশা করছি পরিতৃপ্ত করব। ভাল থাকবেন।

৫| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৭

কালনী নদী বলেছেন: বিজন দার সাথে আমিও সহমত! আপনার কাছ থেকে অনেক কিছুই আশা করি।

বঙ্গভূমির রঙ্গমেলায় - ভাইদের হাত দরেই আজ ব্লগের ভুবনে কালনীর এত বিচরণ। সেজন্য অসংখ্য ধন্যবাদ।

অফ টপিকে কথা বলায় আশা করি কবি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। অনিমেষ শুভ কামনা জানবে দাদা . . . তোমার পথচলায়।

২৩ শে জুন, ২০১৬ রাত ১২:০৬

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনারা পাশে থাকলে সব সম্ভব। উৎসাহ হচ্ছে একটা কাজের আশি শতাংশ নিশ্চিত সাফল্য। বাকিটা কর্মীর। ধন্যবাদ ভাল থাকবেন।

৬| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা । আমরা একজন গুণী কবি ও সাহিত্য বিসারদকে আমাদের মাঝে পেয়ে নিজেদরকে ধন্য মনে করছি । এ ব্লগ কমিউনিটিতে আপনার বিচরণ আমাদেরকে সত্যিকার কবিতার মান সম্পর্কে একদিকে সচেতনতা দিবে অন্যদিকে অনুপ্রেরণা যোগাবে । অনেক ছন্দময় নতুন নতুন কবিতাও আমরা পাব ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ২:২৩

অতৃপ্তচোখ বলেছেন: কেমনে পারেন দাদা এত সুন্দর ভাবমাধুর্যময় কবিতা লেখতে! কতই না ভাবুক হৃদয়! গভীর থেকে গভীরতায় নিয়ে যায় পাঠকের মনকে! অসাধারণ কবিতা গুরু। প্রিয়তে রাখলাম পরে আবার পড়বো বলে। শুভেচ্ছা রইল

৮| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৫

মহসিন ৩১ বলেছেন: বিচিত্র ক্ষেত্র মায়ার, এ জগৎ সংসার,
সুখের আশে - ভোগো দুঃখ বিন্দু বিন্দু,


ময়মনসিং গীতিকার সাথে কোথায় যেন এই চমৎকার লাইন দুটির মেল আছে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.