![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী রূপে জগৎ প্রাণ সঞ্চারী
সভ্যতার শৃঙ্খল সত্তা,
গরীয়সী নারী।
বিচিত্র গুণে গুণার্ন্বিত, ত্রিরূপ সমন্ধী
কখনো প্রেমিকা-সহধরা-স্নেহময়ী,
সত্তাধারী সন্ধি।
নিত্য গর্ভে সবাই ছিল ঘুমি
কাল প্রভাতে ভাঙ্গল নিদ্রা,
মাতৃকোল চুমি।
হাস খেল দিবা-নিশি, মাতৃস্নেহে তুমি
সমগ্র জগৎ নারী,প্রকৃতি নারী,
নারী জম্মভূমি।
লজ্জার বশ, ধৈর্য্যের বাঁধা আবরন
ত্যাগ তিতিক্ষায় আত্ম অবিচল,
নারী আমরণ।
সভ্যতার শুভাকাঙ্কী,আদর্শ আধার
নারী-গড়া বিশ্ব নগরী,
সভ্য সমাচার।
পরাজয়েরর হেতু, বিজয়ের হিত
শৃঙ্খল ধরা শান্তির সার,
মহীয়সী ভিত।
ধৈর্য্য লজ্জার যেক্ষণে লয়-মহাত্বরণ
পশুত্ব আবেগে নারী-নরে সমভাব,
ভূ-লয় ধারন।
---"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
২৩ শে জুন, ২০১৬ রাত ১২:১৯
সুবল চন্দ্র বর্মন বলেছেন: দেখে আসলাম, বেশ সুন্দরভাবে মাতৃস্নেহ চিত্রণ করেছেন।
২| ২৩ শে জুন, ২০১৬ ভোর ৪:১৫
কালনী নদী বলেছেন: ঘুড়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:৩২
ডঃ এম এ আলী বলেছেন: নারী রূপে জগৎ প্রাণ সঞ্চারী
সভ্যতার শৃঙ্খল সত্তা,
গরীয়সী নারী।
বিচিত্র গুণে গুণার্ন্বিত, ত্রিরূপ সমন্ধী
কখনো প্রেমিকা-সহধরা-স্নেহময়ী,
সত্তাধারী সন্ধি
গরীয়সী নারীর এত সুন্দর অল্প কথায়
ছন্দময় প্রকাশ অপুর্ব । একবার পাঠে মন
ভরেনা , ভাবছি আসতে হবে ফিরে ফিরে।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:০১
সুবল চন্দ্র বর্মন বলেছেন: প্রণোদিত ও অনুপ্রাণিত হলাম। নিরন্তর সুখে থাকুন, এ শুভাশিস আপনাকে।
৪| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭
কালনী নদী বলেছেন: হাস খেল দিবা-নিশি, মাতৃস্নেহে তুমি
সমগ্র জগৎ নারী,প্রকৃতি নারী,
নারী জম্মভূমি।
অনিন্দ সুন্দর কবিতা দাদা- সম্পূর্নই সত্যবচন! সংগ্রহে না নিয়ে পারলেম নে।
মাতৃত্ব নিয়ে সময় করে Click This Link লিখাটা দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।