![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর তীরে ছোট্ট খানি তরী
ভাসা ডোবা নিত্য বেলা উর্মি গড়াগড়ি।
মায়া জলে ভাসা তরী করে টলমল
ভাসা ডুঙ্গির নঙ্গর জলে ছলছল।
আসে যায় একা একা মাঝে মায়া দ্বার
ঘোরাফেরা করে তরী মাঝে সাতবার।
অপূর্ব মায়ার ক্ষেত্র দিবা-রাত্রী সহে
জীবন নদীর তীরে তরী তবু বহে।
কেবা বহে কার তরী? নাহি থাকে মাঝি
যার তরী তার নয় শুধু মিছামিছি।
তরী দিয়ে কিবা হবে? পালে নাই বায়ূ
রিক্ত তরী শূন্য পড়ে ইতি পরমায়ু।
যতক্ষণ মাঝি বয় চলে লীলা খেলা
মাঝি ভাঙ্গে গড়ে তরী নিত্য নব বেলা।
***চতুর্দশপদী কবিতা সংকলন
---"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
০১ লা জুলাই, ২০১৬ ভোর ৬:২৭
সুবল চন্দ্র বর্মন বলেছেন: নদী এবং নৌকো দুটই রূপক অর্থে ব্যবহৃত হয়েছে মাত্র। এখানে জীবনকে নৌকো বা তরীর সাথে তুলনা করা হয়েছে। আমরা সপ্তাহের সাত দিনের যে কোন এক দিন এ ধরায় এসেছি, আবার এ সাত দিনের কোন একদিন চলে যাব ওপার। পৃথিবীতে ব্যয়িত সময় হচ্ছে মায়ার নদী স্বরূপ। এখানে দিন-রাত্রি বলতে শত দুঃখ কষ্টকে বোঝানো হয়েছে। ঈশ্বর এ পঞ্চভূতে গড়া দেহ নৌকা খানি গড়েছেন, আবার তিনি নিজেই ভেঙে ফেলবেন। ভাল থাকবেন, শুভ কামনা রইল।
২| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: জীবন নদীর তীরে ছোট্ট খানি তরী
ভাসা ডোবা নিত্য বেলা উর্মি গড়াগড়ি।
মায়া জলে ভাসা তরী করে টলমল
ভাসা ডুঙ্গির নঙ্গর জলে ছলছল
সেই ছোট্টকালে বিলের জলে
ডুঙ্গিতে ভেসেছি ডুবেছি আবার
সেই ডুবন্ত ডুঙ্গিকে অনেক কসরত
করে ভাসিয়েছি । সুখপাঠ্য কবিকাটি
পাঠে হারিয়ে যাই স্মৃতির গভীরে
কবির প্রতি রইল একরাশ ভাললাগা।
ভালথাকার শূভকামনাও রইল এ সাথে ।
০১ লা জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩
সুবল চন্দ্র বর্মন বলেছেন: দাদা আপনার স্মৃতি কাতরতায় আমি মুগ্ধ। এটা আরো মুগ্ধকর বিষয় এই যে, কবিতাটি পুরোে আধ্যাত্মিক। এখানে জীবদেহকে তরী বা নৌকো রূপে প্রকাশ করা হয়েছে। ঈশ্বরকে স্বয়ং মাঝি বলা হয়েছে। এই শুভাশিস আপনাকে ভাল থাকবেন, সুন্দর থাকবেন।
৩| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:০২
ডঃ এম এ আলী বলেছেন: দাদা আপনার এত সুন্দর লিখনি বুঝতে এতটুকু হয়নি কস্ট । এটা আধ্যাতিক সে ছিল অতি সুস্পষ্ট । আধ্যাতিকটুকু রেখে দিয়েছি মনের গহীনে । অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্যে । আপনার করা মন্তব্যের একট জবাব ছিল ১৪২ তলা ভবন তলে, ধারণা হয়নি দেখা তা নয়ন মেলে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:১২
সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনাকে আবারো শুভ কামনা ও সুস্বাগতম। অনন্ত সুখের পরশে জরিয়ে রাখুক বিধাতা আপনাকে এ আমার স্বাগত।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কালনী নদী বলেছেন: নদী নিয়ে কবিতা, ভালো লেগেছে দাদা।