নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার অন্বেষণে

অকৃতজ্ঞের চেয়ে অধম

এস কে এস আলী

আশায় আশায় বুক বেঁধে রই

এস কে এস আলী › বিস্তারিত পোস্টঃ

March for Democracy and present Condition ( গনতন্ত্রের অভিযাত্রা ও অবস্থা)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫



আমরা সাম্প্রতিককালে যে অবস্থার মধ্য দিয়ে চলছি তা অবশ্য জাহেলিয়াতের যুগ কেও হার মানিয়েছে । সরকারী দল তাদের কথায় কথায় বোঝা যায় বিরোধী দল সম্পূণ একটি মিথ্যাবাদী জঙ্গি গোষ্টী অপর দিকে বিরোধী দল সরকারের সমস্ত উন্নয়ন মুলক কাজ গুলোকে ডালাও ভাবে অস্বীকার করে যাচ্ছে এবং সরকারী দলকে বিশ্বের সেরা মিথ্যাবাদী বলে প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে সত্যেই কারা মিথ্যাবাদী তা যাচাই করার দায়িত্ব আসে জনগনের উপর । আমি নিজেও একজন নাগরিক হিসেবে বুঝার চেষ্টা করেছি কারা সত্যি কারা মিথ্যাবাদী। আমার ফলাফল উভয় গ্রুপেই সত্যিকারে মিথ্যাবাদী । কার গনতন্ত্রের অভিযান দিয়েছে বিএনপি অপরদিকে সরকার বলছে নাশকতার অভিযান । এমনকি এই অভিযান কে ভুলন্ঠিত করার জন্য আজ সমস্ত ঢাকায় সাধরণ মানুষ ফুটপাতে হাটার সাহস পায়নি । অভিযাত্রা তো পরের কথা। তাই এখন বাংলার মানুষকে এদের ছলচাতুরি থেকে বের হয়ে নতুন পথের সন্ধান করতে হবে বলে আমার ধারনা । একট চিন্তা করুন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

পাঠক১৯৭১ বলেছেন: খালেদা ও হাসিনার মাঝে যুদ্ধ চলছে, জাতি লুন্ঠিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.