| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শাহিদা খানম তানিয়া
	একজন ক্ষুদ্র কবি ও লেখিকা
গতকাল একটি মেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছে। যে রুগীর সাথে মেয়েটি সাহায্যকারী হিসেবে সে হাসপাতালে সে এসেছিল তার বাড়ী ফরিদপুরের গেরদা গ্রামে সেটা জানলাম একটা পত্রিকাতে। এই ধর্ষনের ঘটনার সাথে হাসপাতালের এ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আরো কিছু কর্মচারী জড়িত রয়েছে। বিস্তারিত জানতে পারলাম না। নাম প্রকাশ করছে না তারা। মেয়েটি মরে গেলে হয়ত নাম প্রকাশিত হতো। যেহেতু সে বেঁচে আছে, এমন একটা অপরাধের বিচার করলে বা তার নাম প্রকাশ করলে মেয়েটির ভবিষ্যত অন্ধকারে আচ্ছন্ন হবে, ভালো বিয়ে হবেনা, সমাজ তাকে নিন্দা করবে। সমাজ!! এই সমাজকে ইচ্ছা করে চুরমার করে নতুন করে বানাই। হাসপাতাল কর্তৃপক্ষ সব চেপে যাচ্ছে, প্রশাসন এর কাছে কিছু স্বীকার করছেনা। কর্তৃপক্ষ হয়ত মেয়েটির বাবা মাকেও এমনই বোঝাচ্ছে! খুব তাড়াতাড়ি ধামাচাপা পরে যাবে যা বুঝতেছি। মরছো তুমি সমাজ! ঐ মেয়েটির মাঝে আমি আমার জননী/কন্যা/বোনের ছবি দেখতে পাচ্ছি। এদের মানকে সমুজ্জল রাখতে পারবনা বলে কোন কাজ নাই।তুমি ভেঙ্গে নতুন করে গড়ো সমাজ নিজেকে নইলে তোমার নিস্তার নাই। আমার হাতে তোমার ভাঙ্গণ সূচিত হবে তবে। 
কোথায় নিরাপত্তা নারীর? ভয়ঙ্কর মাথা ব্যাথা করছে আজ সারাদিন এসব ভেবে। অসুস্থ হয়ে পরছি প্রতিটি ক্ষণে।উফ! 
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:৫৯
শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক কাজ আছে। চেষ্টা তো করছি, করব সব সময়। ফলাফল আল্লাহ ভরসা। মানুষ চেষ্টা করলে পারেনা এমন কিছু নাই। এক্ষেত্রে ঠিক পথে এগুলে অবশ্যই সম্ভব বলে আমার মনে হয়।  
ধন্যবাদ আশাবাদী মন্তব্যের জন্য।  ![]()
২| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:২৪
ইমরাজ কবির মুন বলেছেন: 
hey khoda!!
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:০২
শাহিদা খানম তানিয়া বলেছেন: হুম. আমি খুব চিন্তিত এই অবস্থার প্রেক্ষিতে। তবে আশাহত না রে..আল্লাহ ভরসা।
৩| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:২৭
অলিম্পিয়া বলেছেন: অবাক লাগে আজকালকের অবস্থা দেখে ! ১০/১৫ বছর আগেও তো আমরা কত সভ্য ছিলাম- এখন এত অসভ্য হলাম কি করে ? এটা কি সমাজকে পাশ্চাত্যকরণেরই কুফল, নাকি জাতি হিসেবেই আমরা এমন।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:০৯
শাহিদা খানম তানিয়া বলেছেন: জাতি হিসেবে আমরা এমন ছিলাম না। সমাজে অনেক কিছুর প্রভাব আগে কম ছিল বা ছিলনা যা এখন আছে। মানুষ বিক্রিত হয়ে পরছে, কারন সে নানামূখী অসামাজিক কাজগুলোতে আসক্তিতে ভুগছে। বোধ বুদ্ধির স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলছে, এই সব মানুষ মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। এরা এদের পরিবারের জন্যও ক্ষতিকর। বাঁচতে চাইলে প্রতিটি পরিবারে এই সব সচেতনতার কাজ শুরু করতে হবে। নইলে সামনে কি অবস্থা আসবে জানে ?
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:১০
শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য ![]()
৪| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:৩২
আমিই মিসির আলী বলেছেন: ধর্ষন মনে হয় না আর কন্ট্রোল করা যাবে..।
প্রতিদিন ই হচ্ছে ধর্ষনের মতো জঘন্য অপরাধ।  ![]()
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:২৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: কন্ট্রোল তো অবশ্যই করা যাবে। মন দিয়ে, সময় দিয়ে এই বিষয়কে কেন্দ্র করে কাজ করতে হবে। অপরাধকে যদি চুপ করে মেনে নেয়া হয় তো এটা আগুনের মতো একদিন সবাইকে জ্বালিয়ে দিবে। মেনে নেয়া তো সমাধান না। অপরাধকে তো আগে অপরাধ বলে মানুষকে স্বীকার করিয়ে হুশে আনতে হবে। কাজটা খুব কঠিন। কিন্তু অসম্ভব না 
আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ![]()
৫| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:৫৫
ঢাকাবাসী বলেছেন: এটা নিয়ন্ত্রনের বাইরে যাবার কারণ হল এটাকে বন্ধ করার কোন ইচ্ছে নেই। এটাকে পুঁজি করে বেশ চলে!
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:২৯
শাহিদা খানম তানিয়া বলেছেন: এটা কে পুঁজি করতে গিয়ে কবে নিজের ঘরে পৌছে যাবে বিষয়টা আত্মস্থ করানো গেলেই পুঁজির বিষয়ে চিন্তা শুরু হবে। বেশ চলবে কি চলবে না সেই ঠিক করবে। আমরা আর কি বলব তখন! 
আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ![]()
৬| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:০৭
কানিজ রিনা বলেছেন: কিযে বলেন সবই আন্তরজাতীক সরযন্ত্র
সরকারের করারকি আছে।
তাই একটা গাই,
মেঘ ধুমধাম করে কেহ নেই,
জল থৈথৈ করে দেখ ওই,
মেঘে ঢাকা সব চারী ধার,
কি ব্যাথা অন্তরে ওগোমা আ আ আ উু উু।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:৩৪
শাহিদা খানম তানিয়া বলেছেন: আফসোস! কিন্তু আফসোস করে কি লাভ? লস বেশি। কথার থেকে কাজের মানুষ বেশি তৈরি হলে সব ঠিক হবে ইনশা আল্লাহ। 
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ![]()
৭| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:২৮
মুহা:ওবায়দুল হক বলেছেন: আইনের শাসন দরকার তাহলে আর হবেনা
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:৪০
শাহিদা খানম তানিয়া বলেছেন: এই দেশে তোহ..  নির্দিষ্ট করে বলা যাবেনা যে এর মাধ্যমে এটা পাবো। 
এই অবস্থায় থাকতে দিলেও কিছু হবেনা। এটাকেই আন্দোলিত করিয়ে নিতে হবে। সব থেকে মূল কথা হলো কাজ করতে হবে। 
আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ![]()
৮| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:৩৭
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: যে দেশের হর্তা কর্তা প্রধানমন্ত্রী একজন নারী এবং নারীদের কিছু সংগঠন থেকে ধর্ষণ প্রতিরোধে আজ পর্যন্ত কোনো জোড়ালো বক্তব্য পাওয়া যায় নাই , সে দেশে ধর্ষণ মহামারী হওয়া সময়ের ব্যপার মাত্র। নিরাপদে থাকবেন।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:৫২
শাহিদা খানম তানিয়া বলেছেন: হু! বুঝতে পারছি। কিন্তু কার দায়িত্বহীনতার জন্য এটা মহামারী হবে তার উপর রাগ করে তো আমি আমার দেশের নারীদেরকে (ধর্ষনে লিপ্ত পুরুষকে) দায়িত্বহীন ভাবে ছেড়ে দিতে পারিনা। আমার নিজের পরিবার আছে, আমি আমার পরিবারের সদস্যদের জীবন নিরাপদ দেখতে চাই, এটাই হলো বড় কথা। আমি অনিশ্চিত ভবিষ্যত কেন রেখে যাবো, কে কি করল তার উপর রাগ করে ? বিড়ালের সথে রাগ করে না খেয়ে থাকা অর্থহীন। আমাদেরকে এই অবস্থার পরিবর্তন আনতে চেষ্টা করতে হবে। এটাই দেশকে ভালোবাসা। জ্বী অবশ্যই নিরাপদে আছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট।
আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ![]()
৯| 
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: আইনের শাসন প্রতিষ্ঠা না হলে এসব আর বন্ধ হবেনা।
 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১২:১৯
শাহিদা খানম তানিয়া বলেছেন: হু! আইন ভঙ্গ যেখানে দৈনন্দিন ব্যপার সেখানে এর শাসন প্রতিষ্ঠা খড়ের মধ্য সূচ আশা করার সামিল। তারপরেও আমি হতাশার কথা বলতে চাইনা। নিজেদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাস যোগ্য পৃথিবী তো গড়ে রেখে যাবার চেষ্টা করতেই হবে। ইনশা আল্লাহ পারব।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ![]()
১০| 
০৫ ই এপ্রিল, ২০১৬  সকাল ১০:০৭
ইমরাজ কবির মুন বলেছেন: 
আশাহত হবার সুযোগ কৈ, আশাই তো করা যায়না!
 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১২:২০
শাহিদা খানম তানিয়া বলেছেন: আশা নির্মান করব তুমি দেখ।  
 
 ![]()
১১| 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১২:৩২
ইমরাজ কবির মুন বলেছেন: 
পপকর্ণ নি্যে দেখতে বসলাম ||
 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১:২৫
শাহিদা খানম তানিয়া বলেছেন: ওরে.......... দেখ দেখ..। হা হা হা..
১২| 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
apnar post nirbacite ase. congo!
 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:২৫
শাহিদা খানম তানিয়া বলেছেন: এটা আসছে.?  ![]()
১৩| 
০৫ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:৩৩
শাহিদা খানম তানিয়া বলেছেন: প্রিয় ব্লগে পোষ্ট নির্বাচিত হলে আমি খুব খুশি হই, মন ভালো হয়..ঘটমান পরিস্থিতিতে মন ভালো রাখাই কঠিন... সামহয়্যার-ইন ব্লগের মডারেটর প্যানেলকে অসংখ্য ধন্যবাদ...  
  ![]()
১৪| 
০৫ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:৫০
রিদওয়ান হাসান বলেছেন: ধর্ষণের ভিকটিম আর আমাদের মাঝে খুব বেশি একটা তফাৎ নেই। কারণ-
‘‘তারা মরে গিয়ে বেঁচে যায়
আর আমরা বেঁচেও মরে থাকি।’’
 
০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৯
শাহিদা খানম তানিয়া বলেছেন: আহারে কথাটি যে কত কষ্টের জায়গা থেকে উচ্চারিত বোধ করা যায়। সব রকম মৃত্যু বন্ধ করতে হবে। মৃত্যুর আরো অনেক উপায় আছে। যুদ্ধ করে বীর হয়ে মরা যায়, সেটা হতে পারে পবিত্র কিছুর জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, দেশের জন্য। এভাবে মৃত্যু মেনে যায় না, যাবেনা। ঘুরে দাড়াতে হবে। 
আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ![]()
১৫| 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:১৩
কালনী নদী বলেছেন: দেশকে নিজের ঘড় হিসেবে দেখেন কজনা? আমরা সবাইত বিদেশমূখি, শোনলাম আমেরিকায় নতুন স্কলারস ছাড়ছে!
 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:২৪
শাহিদা খানম তানিয়া বলেছেন: কেন যাবেনা, যাক বিদেশে মনের গহীনে বাংলাদেশের মাটি সাথে করে নিয়ে যাবে। আর ফিরে এসে ঘরকে মজবুত খুটি দিয়ে মেরামত করবে। ![]()
১৬| 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:১৫
কালনী নদী বলেছেন: মনে কষ্ঠ রেখ না বোন, সাহস রাখ। একদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়!
 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:২৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: আহারে কত সুন্দর একটা মন্তব্য আপনি করলেন গো ভাইয়া। মনটা জুড়িয়ে গেল। আমি খুব সাহসী ইনশা আল্লাহ থাকবো। আমি চেষ্টা করতেই থাকবো। ফলাফল আল্লাহ দিবেন আমার কর্ম দেখে।  
 
আপনাকে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ![]()
১৭| 
০৬ ই এপ্রিল, ২০১৬  দুপুর ১২:০২
আবু শাকিল বলেছেন: কী-বোর্ড হোক প্রতিবাদের ভাষা
 
০৬ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:০৭
শাহিদা খানম তানিয়া বলেছেন: হু! ঠিক তাই। পাশাপাশি পারিবারিক ভাবে এবং সামাজিকভাবে সর্বস্তরে সচেতনার জন্য কী-বোর্ড এর মাধ্যমে প্রতিবাদের বাইরেও কাজ করাটাও জরুরী হয়ে পরেছে।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ![]()
১৮| 
০৬ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:২৫
মানবী বলেছেন: আমাদের ধর্ষন হলেই কেউ না কেউ সে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে। ধর্ষক, ধর্ষকের পরিবার নিজেদের গা বাাঁচাতে অথবা স্থানীয় ক্ষমতাবানেরা নিজেদের এলাকা প্রতিষ্ঠানের (?)সুনাম রক্ষার্থে(?), আর তা নাহলে ধর্ষিতার পরিবার নিজেদের মান মর্যাদা রক্ষার্থে! 
ঘৃন্য ধর্ষকে আর প্রতিষ্ঠান বা স্থানীয়দের ধামা চাপা দেবার এই প্রচেষ্টা হীন ও নিন্দনীয়। এদের কারনেই ধর্ষকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কোন কোন নরপশু সেন্চুরী উৎযাপনের উন্মাদনা দেখায়! 
ধর্ষিতা ও তাঁর পরিবার চেপে যায় কারন আমাদের সমাজের এক শ্রেনীর কীট যেকোন নির্যাতিতা বা ধর্ষিতার দিকে আঙ্গুল তুলে সহজেই তাঁকে "পতিতা" বলার ধৃষ্টতা দেখায়।
এমন দেশে এই ঘৃন্য মহামারীর প্রতিষেধক কিভাবে আসবে!!!
পোস্টের জন্য ধন্যবাদ।
 
০৬ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৪:১২
শাহিদা খানম তানিয়া বলেছেন: ধৃষ্টতা আর বাড়তে দেয়া যাবেনা। এর জন্য অনেক কাজ করার দরকার। করব, করছি ইনশা আল্লাহ। একা তো সম্ভব না, এটাকে ব্যপকভাবে উৎসাহিত করা দরকার। 
আপনাকে মন্তব্য করার জন্য  অনেক ধন্যবাদ .. ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬  রাত ১০:২০
বিজন রয় বলেছেন: রাতারাতি সব কিছু সম্ভব না। তবে চেষ্টা করতে দোষ নেই।