নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

যখন সময় হবে

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো
তোমার কাছে আসবো চলে।
তোমার যখন সময় হবে
আমায় ডেকো
বিশাল ডানায় উড়তে পারা
পরী হবো
তারার দেশের ফুল বাগানে।
তোমার যখন সময় হবে
আমায় শুনো
আস্ত এক রাজকীয়
ফড়িং হবো
কাঁধে বোসে গান শোনাতে।
তোমার যখন সময় হবে
আমায় ভেবো
প্রশান্তি ও নিরাপদের
ঘুম হবো
দু'চোখ জুড়ে স্বপ্ন দিতে।
/
তানিয়া
২৫/১০

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

মোঃজাহিদুল ইসলাম সবুজ বলেছেন: তাদের সময় হোক।

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: কাদের সময় হবে? এক বচনের উদ্দেশ্য করে লেখা বহু বচনে কেমন করে রূপান্তরিত হল।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনাকে প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

এমজেডএফ বলেছেন: ব্লগে দীর্ঘকাল ধরে পুরুষ কবিদের একতরফা প্রেম-বিরহ ভালোবাসার অভিব্যক্তিগুলো পড়ে পড়ে অনেকটা ক্লান্ত। অনেকদিন পর আপনার মতো একজন নারী কবির কিছুটা ভিন্ন ধরনের কবিতা "যখন সময় হবে" পড়ে খুবই ভালো লেগেছে।

কবিতায় সহজ ও সরল ভাষায় নিঁখুত আন্তরিক অভিব্যক্তির প্রকাশ খুবই চমৎকার হয়েছে। যে কোনো প্রেমিক ব্যক্তি এই কবিতা পড়ে সব ব্যস্ততা ছুঁড়ে ফেলে সময় করে নেবেই—আমার বিশ্বাস। ঈগলের পাখায় বসে পরীর মতো উড়ে এসে ফড়িং হয়ে আমাদেরকে গান শুনালেও কোনো আপত্তি নেই। তবে সময় হলে ব্লগে কবিতা লিখবেন।

হাতে অফুরন্ত সময় নিয়ে আপনার নতুন নতুন কবিতার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, শুভকামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

শাহিদা খানম তানিয়া বলেছেন: আরে! মন্তব্য এত সুন্দর হয়। হুম আন্তরিকতা টা আসলে পাঠকের এমনই হতে হয়, তখন লিখতে আরো ইচ্ছা করে। আরো বেশি ছুটে বেড়াতে মন চঞ্চলা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দীর্ঘ বিরতীর পরে লেখাটি প্রকাশিত হয়েছে।
নিয়মিত লিখবেন। পাঠক অপেক্ষায় থাকে জানলাম।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে উৎসাহ দিলে লিখার ইচ্ছে বেড়ে যায়।
শুভ ব্লগিং

৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০০

এমজেডএফ বলেছেন: দুঃখিত! উপরের মন্তব্যে সামান্য টাইপিং ভুল!
ঈগলের পাখায় বসে পরীর মতো উড়ে এসে ফড়িং হয়ে আমাদেরকে গান না শুনালেও কোনো আপত্তি নেই।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভুল আমি শুদ্ধ করেই পড়ে নিয়েছি।
শুভ ব্লগিং

৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২০

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ ব্লগিং

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন কে সে পাষাণ আপনাকে সময়ের দাবীতে আটকে রাখে। মনতো মুক্ত বিহঙ্গ। মনের দরজাও খোলা যখন খুশি উড়তে ঢুকতে পারেন মনের মানুষটি যদি হয় মনের মতো।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২১

কিরমানী লিটন বলেছেন: ভালোলাগা - খুউব.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.