নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

একটি সশস্ত্র আন্দোলনের ডাক

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২

একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে
নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে।
নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ,
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।

আন্দোলনের প্রচন্ডতায় ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে মানুষ পিটিয়ে মারতে হয়।
এটা জানেনা কলমও একটি জাতিকে বিজিত করতে পারে
কলমের কালির বর্ণমালাও কখনো কী ভীষন আন্দোলিত হয়।

একজন নূর হোসেন হতে খুব ইচ্ছে করে
যার আত্মত্যাগের বিনিময়ে মিলেছিল নাগরিক ভোটাধিকার।
একটাই জীবন যদি মানুষের স্বার্থ রক্ষায় দিয়ে দিতে হয়
কথা দিচ্ছি একবারও করবনা ভয়াল চিৎকার।

এ আত্মত্যাগে জানি ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে রক্তে ভাসাতে হয়।
জানেনা রক্ত-জখম-মৃত্যু একটি জাতিকে তরতাজা যুবকে পরিনত করতে পারে
সমুদ্র সম অন্ধকারের প্রকান্ডতাকে যুবক এক ঢোক গিলে জাগরিত হয়।

আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রয়ে যাব অবিচল।

এ আত্মত্যাগ দেখে ওরা তবু ভীত হবে
কেননা ওরা জানে শুধু কি করে দরিদ্র সমাজে লুট করতে হয়।
জানেনা ভালবাসার নির্বাসন একটি জাতিকে নিঃস্বার্থ করতে পারে
অশুভ শক্তি দমনে সে জাতি ছুটে চলে অশ্ব-ক্ষীপ্রতায়।

তানিয়া
তারিখ:১০/১১

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

কৌটিল্যা বলেছেন: চমৎকার ভাবনা।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

শাহিদা খানম তানিয়া বলেছেন: কৌটিল্যা আপনাকে অনেক ধন্যবাদ

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মনে হচ্ছে, আপনিই এ সময়ের যোগ্য নেত্রী হতে পারেন। অন্ততঃ এটুকুও বা বলতে পেরেছে ক'জনা?
'বিজিত' মানে 'পরাজিত'। তাই ভাবছি আপনার কবিতার দ্বিতীয় স্তবকের তৃতীয় লাইনে 'বিজিত' শব্দটি কি আসলে 'বিজয়ী' হবে কিনা! এর পরের লাইনটি পরেও 'বিজিত' কে সঠিক মনে হয়নি।

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সকল প্রাণে দ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলে
ছাইচাপা আগুন যেমন জ্বলে তুষের তলে
অগ্নিগিরি হয়ে উগলে দিলে যেন সকলের ক্ষোভ
কলম কালির এমনি লাভায় স্বৈরাচার ভেসে যাক।

প্রিয় সিনিয়রকে ধন্যবাদ- উনার মুক্তো মানিক সন্ধানে পুরানো অনেক মিসিং পোষ্টের সন্ধান পাই :)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.