নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

হবে কি একটু সময়

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

হবে কি একটু সময়
আমার জন্য...
এখনও আঁধার ঘিরেনি চারপাশ
থামেনি কোথাও কোলাহল
বউ কথা কও পাখি ডেকে চলেছে থেমে থেমে
নদী ভরেছে তার কূল
ভাটার এখনও অনেক দেরী।
হবে কি সময় নিঃসঙ্গতাকে ছুটি দেবার?
শীতল স্পর্শে জাগে নতুন পাতা
শান্ত দিঘিতে শাপলা ফুটে
পশ্চিমের আকাশ হয় ভারি
এসো বৃষ্টির অপেক্ষায় থাকি আমরা দুজন
কারন ছাড়াই হই হেসে কুটি কুটি
বেদনারা চারপাশে সরে গিয়ে
রয়ে যাক শুধু ভালোবাসাবাসি।
আগুনের গল্পেরা উকি দিয়ে নিভে যাক
শীতল বাতাসে মন না বসুক
সমূদ্র নির্মিত হোক হৃদয় মাঝে
বন্দরে ভীর করে থাক শত তরী
এসো তোমাকে দেখাই
প্রেম প্রকাশিত হয়ে চূর্ণ হলে পাথর বালু হয়
ঢেউ জলে কেমন করে দোলে ভালোবাসার হাসি।

তানিয়া
ফরিদপুর

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

বিজন রয় বলেছেন: হ্যাঁ, সময় হবে বা হলো, তাই আপনার কবিতা পড়ে গেলাম।

মধুমতির তীর থেকে এবার একটু হিমেল বাতাস এনে দিন।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

শাহিদা খানম তানিয়া বলেছেন: হা হা হা । এই কথা?

আচ্ছা দিলাম। হিমেল বাতাসে উরে যাবেন না যেন।

অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম রেটিং, প্রথম কমেন্ট দাতা আজকে। :)

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: কিছুদিন আগে আপনাদের রাজবাড়ি শহরে গেলাম। পদ্মা অনেক নিকটে ওই শহরের। দেখলাম প্রমত্ত পদ্মাকে!!
অনেক স্মৃতি জমা আছে ওই দিনের।

অনেক শুভকামনা আপনাকে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: রাজবাড়ী যেতে ফরিদপুর শহর থেকে ১ ঘন্টা লাগে। অনেক ভালো লাগে এই শহর।
আবারো আসবেন বেড়াতে।

ভাল থাকবেন। :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে আপি
শুভকামনা

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আপু :)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

জুল ভার্ন বলেছেন: সুন্দর!

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

নার্গিস জামান বলেছেন: আপু, খুব সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ আপু :)

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

নীল আকাশ বলেছেন: এখানে তাহলে ঝামেলা হয় নি।
কবিতা ভালো লেগেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: ঝামেলা টা অন্য কোথাও ছিল। এখন তার সমাধান হয়েছে।
তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: তবে তাই হোক, সমুদ্র নির্মিত হোক হৃদ মাঝারে; নিঃসঙ্গতা নয় বরং ছন্দময় দোলাচলে।
কাব্যে ভালোলাগা...
শুভকামনা জানবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ আপনাকে :)

শুভ কামনা রইল আাপনার জন্যও :)

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা। ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ তোমাকে ভাইয়া :)

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

নীল আকাশ বলেছেন: আগের মন্তব্য ডিলিট করে দিবেন।
ব্লগে হিট হতে চান - গামলা ভর্তি মন্তব্য চান – নিন সহী তরীকা সমাহার!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: আসছি পড়ব রে আজকেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.