নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

বিলাসী আষাঢ়

২১ শে জুন, ২০২০ রাত ১০:৫৬


ঐ যে দূরে মেঘ সেজেছে
মেঘের বাড়ি কই?
বিন্নি ধানের ফিন্নি রাঁধি
পদ্ম বীজের খই।

আয় রে সখা বৃষ্টি স্নানে
করব রে হৈ চৈ।
রাখাল ছেলে তাড়ায় ধবল
হাঁস ডাঁকে চৈ চৈ।

পদ্ম পাতায় বৃষ্টি নাচে
দেখবি কে কে আয়?
গাছের শাঁখে ভিজে পাখি
পিটপিটিয়ে চায়।

অঝোর ধারায় বৃষ্টি ঝরুক
আমরা সবাই চাই।
পিছল কাঁদায় গড়িয়ে পড়ি
তাইরে নাইরে নাই।

ধানের ক্ষেতে মাছ জেগেছে
ধরতে যাবি কে?
শামুক জোঁকের ভয় পাবিনা
থাকবি সমুখে।

নদীর জলে নেমে দেখি
বৃষ্টি নাঁচে ধায়।
ডুব সাঁতারে পাল্লা দেব
উঠব গিয়ে নায়।

ফিরবো ঘরে রাঙিয়ে দু’চোখ
কাক ভেজা দুপুরে।
নিষেধ তুলে নিও মাগো
বিলাশী আষাঢ়ে।

তানিয়া
১৯/০৬

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: আষাঢ় দুঃখের মাস। চারিদিকে শুধু পানি আর পানি। ফসল ডুবে যায়। ঢাকায় রাস্তা ঘাট ডুবে যায়।

২| ২১ শে জুন, ২০২০ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। প্রথম স্তবকটাই দারুণ এক চমক ভিন্নতর ভাবনার কারণে। ফিন্নি শব্দটা প্রথমে বুঝি নাই, পরে বুঝলাম এটা ফিরনি। পদ্ম বীজের খই কুড়ানোর সুযোগ হয় নাই, খেয়েছি শাপলা দানার খই।

আপনার ছন্দ সচেতনতা ভালো। তবে, খুব সামান্য এডিট করার সুযোগ আছে। ২য় স্তবকে ২য় রে (করবো রে) অতিরিক্ত মনে হয়েছে। অন্য কিছু দিয়ে রিপ্লেস করা গেলে ভালো হবে মনে হয়। মোটের উপর, পুরা ছড়ায় এই দুটো 'রে' না থাকলেই আমার মনে ভালো হয়।

ছড়ায় পর্ব-বিভাজন অনেক গুরুত্বপূর্ণ। লাস্ট প্যারাটায় ২য় এবং ৪র্থ লাইনের পর্ব ২+২+২ বা ৪+২ হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু হয়ে গেছে ১+২+৩ ও ৩+৩, ফলে আগের গুলোর সাথে ছন্দে একটু গড়মিল হয়েছে। কবিতায় অ্যাকসেপ্টেড হলেও ছড়ায় বেমানান। উপরেও আরো দু-এক জায়গায় এরকম আছে, কিন্তু সেগুলো নেগ্লিজিবল।

আপনার ছড়াটা ভালো লেগেছে বলে এতগুলো কথা লিখলাম।

শুভেচ্ছা রইল।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ১২:২০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ পোস্ট।

৪| ২২ শে জুন, ২০২০ সকাল ৮:১৩

জগতারন বলেছেন:
আমি এইখানে আসিয়া ইহা পড়িয়াছিলাম।

৫| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ক্লাসিক ছড়া।

পড়ে খুব আনন্দ পেলাম। মনে হলো আবার ছোট বেলায় ফিরে গিয়ে নতুন বইয়ের কোন ছড়া পড়ছি।

৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে আপি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.