নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান সাগরে ডুব দিয়েছিলাম । কিন্তু মরলাম আমি এই রক্তাক্ত সাগরে ।

হায় !!!

রক্তাক্ত সাগর

খাই দাই ঘুমাই .....।

রক্তাক্ত সাগর › বিস্তারিত পোস্টঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকাণ্ডের বিচার চাই

১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

জুবা্য়ের ভাই(জুবায়ের আহমেদ : ৩৭ তম ব্যাচ ইংরেজি বিভাগ ) কে মার দেয়ার কথা শুনি ঘটনার রাতে । পরদিন সকালে খাওয়ার সময় শুনি উনি মারা গেছেন । হতবাক হলাম !!



আর উনি ছাত্রলীগ করতেন সেটাও জানতাম , তাই মার খাও্য়ার ঘটনায় খুব অবাক হইনি ,যারা ছাত্ররাজনীতি করেন তাদের অতীতে মার খাওয়ার অনেক নজীর দেখেছি । কিন্তু উনি এভাবে মারা যাবেন এটা কল্পনাও করিনি।



পত্রপত্রিকায় ও টিভি নিউজের মাধ্যমে আজ হ্য়ত সকলেই জানেন এটা পরিকল্পিত হত্যাকান্ড ।



আর আরো অবাক হলাম প্রশাসনের আচরণ দেখে।তারা মাত্র ৩ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করে(ঘটনা জানুয়ারি ৯, ২০১২) যদিও ১২-১৩ জন ছাত্র এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ।তখন সাধারণ ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাল এবং রেজিষ্টার ভবন ঘেরাও করেছিল ঐ খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ।



আজ (জানুয়ারি ১০, ২০১২) আবারো আমরা সাধারণ ছাত্র-ছাত্রীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে নামী রাজপথে বিচারের দাবীতে এবং ফলশ্রুতিতে প্রশাসণ ঐ ৩ জন ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করে ।





কিন্তু আমি মর্মাহত হই এই দেখে যে তখনো ছাত্রলীগ রেজিষ্টার ভবনের চারপাশে মিছিল স্লোগান দিচ্ছিল , যেনো তারা বীরের মত কোন কাজ করছে। অনেকে আবার রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সাধারণ ছাত্রের ব্যানারে নিজেদের স্লোগান গাইছিল। তাদের কাছে জুবা্য়ের ভাইয়ের মৃত্যু একটা নতুন ইস্যু । তারা সাধারন ছাত্রদের দাবীর কথা না তুলে নিজেদের দাবী তুলে ধরেছে ।





অনেক শিক্ষকের উপস্থিতি আজ আমাদের অনুপ্রানিত করেছে । ভাল লাগলো তারাও আমাদের সাথে আছেন ।





যাই হোক না কেন , আমরা আমাদের দাবী আদা্য় করব , জুবায়ের ভাইয়ের হত্যাকারীদের বিচার হোক , এটাই আমাদের দাবী ।





শেষ কথা ,বুয়েট, কুয়েটের পর ছাত্রলীগের সন্ত্রাসের স্বীকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ । আজ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র রাজনীতি নামক রোগে আক্রান্ত। সাধারণ ছাত্ররা তাদের হাতে জিম্মি । শিক্ষকরা হয়রানির স্বীকার । আমরা চাইনা জুবায়ের ভাইয়ের মত আরেকজন নির্মম ভাবে মারা যাক। যে ছাত্ররাজনীতি ছাত্রদের প্রান কেড়ে নেয় , বাবা-মার বুক খালি করে , শিক্ষাজীবন ধ্বংস করে , সেই ছাত্ররাজনীতিকে বন্ধ করা হোক,এটাই আমাদের প্রানের দাবী ।





(শান্তিপূর্ণ মানববন্ধনের কিছু খন্ডচিত্র )









বিশেষ ধন্যবাদ ফিরোজ রিয়েলকে এবং তার গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য :



Click This Link



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.