নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু সময়

simple

skyblue01711

simple

skyblue01711 › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক আইডি যাদের আছে তাদের জন্য খালি আবেগ ???

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

তনু
তনুকে যখন ধর্ষনের পর হত্যা করা হয় । তখন সারাদেশ ফেইসবুকে যা অবস্তা শুরু হয়ছে তা সবার জানা আছে । ইমরান ভাইও শাহাবাগে জ্যাম সৃষ্টি করত !
এখন আমার প্রশ্ন হল বিউটি মেয়েটাকে ধর্ষনের পর হত্যা করা হল ইমরান ভাইকে দেখা যাচ্ছে না এবং কেউ বিউটির প্রোফাইল ফিকচার দিতেছেনা ঘটনা কি ??
তনু যখন মারা গেলো তখন দেখলাম ফেইসবুকের সব আইডি তনুর ! বিশ্বাস না হলে Google তে ইমেজ Search e “ Justices for Tonu” লিখে দেখেন উত্তর পেয়ে যাবেন । লিংক দিলাম https://goo.gl/B2XS7Q
এখন বিউটির জন্য আবেগ আসবেনা কারন বিউটির ফেইসবুক আইডি নাই !! Google তে ইমেজ Search e “Justices for beauty / বিউটি” যায় লিখেন না কেন কিছুই পাওয়া যাবেনা।

নেপাল বিমান ক্রাশঃ
নেপালে বিমান দূর্ঘনার কথা সবার জানা । ঘটনাটা অনেক কষ্টদায়ক এবং বেদনাদায়ক তা আমরা মানি কিন্তু যেভাবে দীর্ঘ সময় আলোচনা সমোলচনা হয়ছে তা আমার বোধগম্য না। কারন তাদের ফেইসবুক আইডি সবার ছিল তাই আবেগে আমরা বেসে গেছি । চিন্তা করে দেখেন কয়েকদিন আগে ১১ মার্চ, ২০১৮ তারিখে গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা এক জায়গায় ১১ জন নিহত । তারা সবাই ছিল শ্রমিক এবং রড় বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে । তাদের জন্য আমরা কেউ আবেগ দেখায় নাই এবং অনেকে আমরা জানিও না । কারন তাদের ফেইসবুক আইডি ছিল না । নিচে লিংক আছে।
https://goo.gl/QRwN7y

দেশে চার দিকে যেভাবে হত্যা , ধর্ষন, এক্সিডেন্ট, ছিনতায় প্রতিদিন হয়তেছে তাতে মানুষও আর কত আবেগ দেখাইবে??? কোন দিন আমিও এই সবে পরি আল্লাহ ভালো জানে । দেশটা এখন সবকিছুতে ঝুকি হয়ে গেছে শুধু মাত্র আমার জন্য ধর্ষন চাড়া !!
সবাইকে আল্লাহ হেফাজত করুক !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭

নতুন বলেছেন: সবাই সবার সাথে একাত্ব বোধ করেনা। সেটা দোষের কিছুন।

যেমন সবার অন্যকেই কি পরলো সেটা দেখে মেজাজ গরম হয় না।

২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাটা খারাপ বলেননি।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১১

ফয়সাল লাবিব (পাতাবাহার) বলেছেন: বাঙালি আবেগে ভাষে

৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: হ।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:১২

পলাশবাবা বলেছেন: ইমরান ভাই এখন ব্যস্ত। সামনে ইলেকশন আছে।
বিউটি ধর্ষন ২৬ মার্চের ঘটনা। আর নেপালের প্লেন ক্রাশ আরো আগে ১১ মার্চের ঘটনা।
আজকে হইল ৩১ মার্চ।
জাতি এখন কুমিল্লা , বরিশাল, চট্টগ্রাম আর বগুড়ার ইংরেজি বানান কি হবে তা নিয়ে বির্তকে ব্যস্ত।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:২৯

MD.GOLAM RABBANI ISLAM বলেছেন: ধান্দাবাজ আবেগী আমরা

৭| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে ট্যাক্স দেয়া শুরু করলে এসব আবেগ অনেকাংশে কমে যেত...

৮| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৯

নীল আকাশ বলেছেন: আসল সত্য ছবিতে দেখুন। উনি এখন অনেক অনেক ব্যস্ত। :)
আসল কাজ তো শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.