![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবানঃ
"আগামীকালকে আপনারা একটা সকাল সন্ধ্যা হরতাল পালন করুন"
এত পিকেটিং করেন কালকে রাস্তায় নাইমা যেইগুলা বেহায়াপনা করবে
তাদের দুই একটারে হাঁসপাতালে পাঠান।
এইটা বাংলাদেশের সকল সিঙ্গেল ভাই ও বোনের প্রানের দাবি।
কাইলকা লজ্জায় কারও কাছে মুখ দেখাইতে পারুম না।
কোন জায়গায় গিয়া শান্তি পামু না। যেখানেই যামু মাইনশে
আড় চোখে তাকাইয়া বলবে, " এইডা কি মানুষ না সিঙ্গে?????????????????????"
এত হরতাল হয় কালকেও একটা হয়ে যাক না।
কারন কালকে এমনিতেও বাসা দিয়া বাইর হওয়া যাইব না। :/ :/
দাবির সাথে একাত্মতা পোষণ করেন কে কে?
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
নব্য স্বৈরাচার বলেছেন:
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ভবোঘুরে বলেছেন: ভাই, আমিও আপনের মত অমানুষ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
নব্য স্বৈরাচার বলেছেন: আহহারে আর মানুষ হইতাম কবে। অনার্স শ্যাষ।
:> :> :>
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
এম আর ইকবাল বলেছেন:
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
রোদেলা দুপুর বলেছেন: ২৩ টি বসন্ত পার করে দিলাম তবুও কোন মেয়ের প্রেম পাইলাম না।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
নব্য স্বৈরাচার বলেছেন:
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
sohagamin বলেছেন: এইডা কি মানুষ না সিঙ্গেল???? ভাই, আমিও আপনের মত অমানুষ?????????????????
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
নব্য স্বৈরাচার বলেছেন: হায়রে বসন্ত, হায়রে ভালোবাচা দিবচ তুই আমাগো আর কত জ্বালাবি????????
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
জাতির নানা বলেছেন:
ন্যায্য দাবীর প্রতি সংহতি প্রকাশ করতে এলাম
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
নব্য স্বৈরাচার বলেছেন: শাহবাগের আন্দোলনকারীরা কি কালকে শাহবাগ থাকবে। তাইলে তাদের কাছে আমার এই ন্যায্য দাবি উপস্থাপন করিতাম।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
মাহির কাবির বলেছেন: sohomot prokash korlam
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: If you don't have a Valentine on Valentine's day; don't be sad. Most people don't have Aids on World Aids day as well
(ফেসবুক হতে প্রাপ্ত)
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
নব্য স্বৈরাচার বলেছেন: এইসব যুক্তিতে কাজ হপেনা। গার্ল ফ্রেণ্ডই নাই তার আবার এইডস।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
এম আর সুমন বলেছেন: নাই বলে কি আফসোস করতাছেন?