নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ঘুমের রাজ্জ্য

অামি খুব সাধারন মানুষ

ঘুমের রাজ্জ্য › বিস্তারিত পোস্টঃ

ভাগ্য

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

আজ হয়তো আপনি একা। আজ হয়তো আপনি অবহেলার পাত্র। কেউ হয়তো আপনার খবর নিচ্ছেনা। কাছের মানুষগুলোও আপনার সাথে একটু অন্য ভাবে কথা বলছে, পড়ালেখা শেষ করে চাকুরী পাচ্ছেননা, তাই হয়তো বিয়েও করছেননা (মেয়েদের ক্ষেত্রে) এজন্য অনেক কটু কথা শুনছেন। তোমার চাকুরী কবে হবে? এমন প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। জীবনটা কেমন যেন পানসে লাগছে। হীনমন্মতায় ভুগছেন। কোনো কিছুতেই আনন্দ পাচ্ছেন না। ভাললাগেনা কিছুই। বেশিরভাগ সময়ই মন খারাপ থাকে.....
চাকুরী পাওয়ার আগে সবার মনের অবস্থা প্রায় এমনই হয়। হয়তো আপনার এমন হচ্ছে। তাহলে বলবো ভাই আর বেশি দূরে নয় আপনি সফলতার খুব কাছেই। আর কিছু দিন অপেক্ষা করুন। বুকের ভেতর কষ্টটা চেপে রাখুন। সব কষ্টগুলো বুকের ভেতর চেপে রাখাটাও একটা আর্ট। সফলতা মাঝে মাঝে কষ্টগুলোর সমানুপাতিক হয়। পৃথিবীতে কেউ বেকার থাকেনি, আপনিও বেকার থাকবেননা। একটু সময় লাগছে আর কি। আপনি চেষ্টা চালিয়ে যান। জীবনের এই কঠিন সময়টাকে মেনে নিন। যারা আজ ক্যাডার হয়েছেন বা ভাল অবস্থানে আছেন তাদের সাথে কথা বলে দেখুন তাদের অবস্থাও একসময় আপনার মত ছিল। আপনি পারবেন, পারতেই হবে। আল্লাহর উপর ভরসা করুন। তিনিই আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.