![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
ভিন্ন কোন গ্রহ
অথবা নতুন কোন আবিষ্কৃত দ্বীপে, যেখানে প্রয়োজন নেই সমাজ ব্যবস্থার
যেখানে নেই আইনি কোন প্রতিবন্ধকতা একলা থাকার আকাঙ্খায়।
যেখানে স্বঘোষিত মানুষ হতে প্রয়োজন নেই একাধিক কোন সাক্ষি।
যেখানে মৃত ব্যক্তিকে নিয়ে ভাবলে আবেগী অথবা পাগল বলেনা কেউ,
যেখানে নেই কোন অঙ্গিকার পালনের শর্ত;
যেখানে নেই কোন ভাষার ব্যাকরণ ।
আমি সেই দ্বীপ অথবা গ্রহের বাসিন্দা হতে চাই ।
আমাকে আর ডেকোনা ।
©somewhere in net ltd.