![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
একটি কবিতা লেখার জন্যে
ক্ষুধার্ত বুক নিয়ে হেটে ছিলাম প্রাচুর্যে ভরা তোদের জল্লাদ নগরীতে
যেখানে আমার বোন লাঞ্চিত হয় তোদের কামুক সভ্যতায় ।
আবর্জনায় আসক্ত আমার ভাই আশ্রিত হয় আধুনিক ডাস্টবিনে ।
স্রষ্টাকে মিথ্যুক আখ্যা দিয়ে ঘোষণা হয় ঐতিহাসিক ভণ্ডবিধান।
পতিতার ঘর্ম বিন্দু দিয়ে আবিস্কৃত হয় সোসাইটির বিলাসী পারফিউম ।
লেখকের বৃদ্ধাঙ্গুলি কেটে লেখাহয় ক্ষমতার তোষামোদ নামা ।
হায় এ ক্ষুধার্ত বুক ঘেন্যা গেলা উপলব্ধি ব্যতীত কিছুই পায়নি ।
একটি কবিতা লেখার জন্যে
পঙ্গুত্বকে ভুলে দৌড়ে গিয়েছিলাম কালোকাচের মুখোশ পড়া উলঙ্গ গাড়ির পিছু
যেখানে আমার বিরাঙ্গনা জাতীয় পতাকাটি বন্দি ছিলো ।
সহস্রকোটি কালো পাহাড় গিলে নিঃসৃত কালো ধোয়ায়
যেখানে আমার জন্মভূমি মানচিত্রের আকাশ প্রতিবন্ধী হয়েছিলো ।
যেখানে ফুটপাতে ঘুমিয়ে থাকা আমার শিক্ষিত সার্টিফিকেট
ইমপোর্ট কৃত বিদেশী চাকায় পিষ্ট হয়েছিলো।
এ নগরীতে সত্য বললেই মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়
মিথ্যা বিহীন কবিতা লিখলেই নিষিদ্ধ হয়ে যায় ।
হায় এ নগরি আমাকে কবিতা দেয়নি
দিয়েছেতো শুধুই পঙ্গুত্ব ।
তবুও একটি কবিতা লেখার জন্যে
এসেছি এ জল্লাদ নগরীতে।
©somewhere in net ltd.