নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

মনের পাঁজরে মোম পলিশ

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬



মনের পাঁজরে দ্যাখো, দেখা যায় কি না ! (?)

কষ্টকে মেখেছি মোম পলিশের মতো,

আহা ! কি মোলায়েম আর ঝলমলে ।



মা জননী, আমাদের পরিবার অথবা বন্ধু তোরা

শার্টের ভেতরে একটি প্রাণী ছাড়া আর কি কিছু দেখতে পাস ?

তোরা যেভাবে দেখতে চাস,

আমি সে ইচ্ছাই পুরন করি,

তবু আমিতো আমাকে দেখাই না ।

ঐযে হঠাৎ তোমাদের কথার আঘাতে,

আমার খেলনা আকাশ থেকে-----

পরেছিলাম দেয়াল ঘরে ,সেই ছোট্ট বেলা;

সেই থেকে বড় হতে শিখেছি তোমাদের এই ছলনার কোলাহলে ।



মনের পাঁজরটিও এতো দিনে চওড়া হয়ে গেছে খুব ।

যতই চওড়া ততই গোপন কান্না ।

তোমাদের মতো আমিও আমাকে দেখাই না

শুধু মাত্র আমাকে ছাড়া ।



মোম পলিশের মতো প্রতিদিন কষ্টকে মাখাই-----

মনের পাঁজরে ; মোলায়েম আর ঝলমলে।

মনটি যেন মোম হয়ে গেছে ;শুধু আগুন জ্বালাই না ।

মোমের ফিতে, সেতো তোমাদের হাতে ।

মনের পাঁজরে দ্যাখো, দেখা যায় কি না ! (?)

কষ্টকে মেখেছি মোম পলিশের মতো,

আহা ! কি মোলায়েম আর ঝলমলে ।



মা জননী, আমাদের পরিবার অথবা বন্ধু তোরা

শার্টের ভেতরে একটি প্রাণী ছাড়া আর কি কিছু দেখতে পাস ?

তোরা যেভাবে দেখতে চাস,

আমি সে ইচ্ছাই পুরন করি,

তবু আমিতো আমাকে দেখাই না ।

ঐযে হঠাৎ তোমাদের কথার আঘাতে,

আমার খেলনা আকাশ থেকে-----

পরেছিলাম দেয়াল ঘরে ,সেই ছোট্ট বেলা;

সেই থেকে বড় হতে শিখেছি তোমাদের এই ছলনার কোলাহলে ।



মনের পাঁজরটিও এতো দিনে চওড়া হয়ে গেছে খুব ।

যতই চওড়া ততই গোপন কান্না ।

তোমাদের মতো আমিও আমাকে দেখাই না

শুধু মাত্র আমাকে ছাড়া ।



মোম পলিশের মতো প্রতিদিন কষ্টকে মাখাই-----

মনের পাঁজরে ; মোলায়েম আর ঝলমলে।

মনটি যেন মোম হয়ে গেছে ;শুধু আগুন জ্বালাই না ।

মোমের ফিতে, সেতো তোমাদের হাতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.