নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

আহবান করছি, সকল সাহিত্য এবং সৃজনশীলমনাদের প্রতি

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০



বইমেলা 2014 আমাদের প্রকাশিত বই ”দ্বিপ্রহর--সমকালীন কবিতা সংকলন” আপনাদের ভালবাসায় সফল হয়েছে। এর-ই সূত্র ধরে সেই একি নামে আমরা নিয়ে আসতে যাচ্ছি “দ্বিপ্রহর--ত্রৈমাসিক পত্রিকা” (বর্ষা সংখ্যা) ; প্রয়োজন আপনাদের আন্তরিকতা এবং মুল্যবান লেখা সমূহ ।

# # #লেখা পাঠাবেন (বরাবর সম্পাদক) “[email protected]" এই ঠিকানায়। (#অবশ্যই কোন বিভাগে লেখা পাঠাচ্ছেন সে বিভাগের নাম, সাথে নিজের সংক্ষিপ্ত পরিচয় এবং ফোন নাম্বার সংযুক্ত করবেন )(#একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারবেন তবে একটি বিষয়ে লেখার সংখ্যা শুধু একটি হতে হবে)(#লেখা নির্বাচনে সর্বোচ্চ মানকেই বিবেচনা করা হবে সে ক্ষেত্রে কাউকেই নিশ্চয়তা দেয়া হচ্ছে না এবং কবিতার চেয়ে অন্যান্য বিষয়ের লেখা সমূহকে অধিক প্রাধান্য দেয়া হবে )

# # #বাংলাদেশ, #ভারত অর্থাৎ #বাংলা ভাষাভাষী সকলের প্রতি এ আহবান।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন... অর্ণব হোসেন-01676713278;

লেখা পাঠানোর শেষ সময় এপ্রিল-১০ তারিখ ২০১৪ইং।

# # #যে সকল বিষয়ে লেখা আহবান করা হচ্ছে ঃ-

১) উপন্যাস..........................................২) কবিতা

৩) ছোট গল্প, ঝুড়ো গল্প..........................৪) বই আলোচনা

৫) সাহিত্য ইতিহাস ..............................৬) রম্য রচনা

৭) অনুবাদ ...........................................৮) ভ্রমন কাহিনী

৯) সাহিত্য আড্ডা(ঘটে যাওয়া সাহিত্য বিষয়ক সৃজনশীল আড্ডাকে বুঝানো হয়েছে)

১০) সৃজনশীল ব্যাক্তিদের সাক্ষাৎকার .......১১) আঞ্চলিক সংস্কৃতি ( ফিচার )

১২) স্মৃতি কথা .....................................১৩) বিজ্ঞান তথ্য উপাত্ত এবং বিজ্ঞান চর্চা

১৪) স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ......................১৫) ফটোগ্রাফি

১৬) সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ; যেমনঃ- ক) রাজনীতি

...........................................................খ) সাহিত্য সমালোচনা

...........................................................গ) চারুকলা

...........................................................ঘ) নৃত্য

...........................................................ঙ) সংগীত

...........................................................চ) নাটক

...........................................................ছ) চলচিত্র

...........................................................জ) খেলাধুলা

...........................................................ঝ) শিল্প ও অর্থনীতি



# # #সর্বোপরি সংবাদ ব্যতীত সবকিছুই আপনি যা ভেবেছেন যা গুনগত মান বিচার করে বিবেচনা করা হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.