নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

মেরুন খামে স্বপ্ন

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩



নাহ্ এ এক বেহুদা প্রচেষ্টা

মেরুন খামের বুকে অপচয় হচ্ছে যেন হিসেব লেখার কালি।

এখানে নেই কোন প্রাপকের ঠিকানা,

অকর্মাদের মতো এটি নয় কোন বেওয়ারিশ উড়ো চিঠি।



আড়ামোড়া দেয়া অস্বস্তির নাইলন সুতোয় বোনা জাল

নিঃশ্বাসের গলিত লাভায় ফুটো করে চলেছি।

এ সুযোগে জাল ছিড়ে বেরিয়ে আসা

অপরিণত কিছু অদ্ভুত স্বপ্ন

খামের ভেতর গিয়ে জুবুথুবু হয়ে ঘুমিয়ে পড়ে।

মেরুন খাম যেন পুনর্জন্ম নিয়ে, মোহনার মতো টলমল করে।

রোগা স্বপ্নগুলো যেন হয়ে ওঠে নীল তিমি।



আমি স্বপ্নগুলো পোস্ট করি বেগানা বুক পকেটে।

অহেতুক লেখা বর্ণগুলো নিজেরাই সাজুগুজু করে--

স্বপ্নের সাথে হাত মেলায়।

আসমান থেকে বৃষ্টি হয়ে ঝড়ে হাসনাহেনা।

নিরাশার নেশা কেটে যায়।



তাই যখনি জীবনের ঠিকানা ভুলে যাই

একটি মেরুন খাম কিনে ভিতরে পুরে দেই নির্ঘুম কিছু স্বপ্ন ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.