![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
বইমেলা ২০১৪ আমাদের প্রকাশিত বই “দ্বিপ্রহর” (সমকালীন কবিতা সংকলন) আপনাদের ভালবাসায় সফল হয়েছে। এরই সূত্র ধরে একই নামে আমরা নিয়ে আসতে যাচ্ছি “দ্বিপ্রহর” ত্রৈমাসিক পত্রিকা । “বর্ষা” শিরোনামে প্রথম সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে । প্রয়োজন আপনাদের আন্তরিকতা এবং মূল্যবান লেখা ।
সম্পাদকের বরাবরে লেখা পাঠাবেন “[email protected]" এই ঠিকানায়-বাংলায়। কোন বিভাগে লেখা পাঠাচ্ছেন সে বিভাগের নাম, সাথে নিজের সংক্ষিপ্ত পরিচয় এবং ফোন নাম্বার সংযুক্ত করবেন । একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারবেন তবে একটি বিষয়ে লেখার সংখ্যা শুধু একটি হতে হবে ।লেখা নির্বাচনে মানকেই বিবেচনা করা হবে । কবিতা প্রাধান্য পাবে এমন নয়, সব বিভাগের লেখাই প্রয়োজন ।
যে সকল বিষয়ে লেখা আহবান করা হচ্ছে ঃ-
উপন্যাস, কবিতা, ছোট গল্প, ঝুড়ো গল্প, বই আলোচনা, রম্য রচনা, অনুবাদ সাহিত্য, ভ্রমন কাহিনী, সাহিত্য আড্ডা’র কথা, সৃজনশীল ব্যাক্তিদের সাক্ষাৎকার, আঞ্চলিক সংস্কৃতি (ফিচার), স্মৃতি কথা, বিজ্ঞান বিষয়ক লেখা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ফটোগ্রাফি
প্রবন্ধ ইত্যাদি । লিখতে পারেনঃ- চারুকলা, নৃত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, খেলাধুলা, শিল্প ও অর্থনীতি নিয়েও ।
লেখা পাঠানোর শেষ সময় বর্ধিত সময় সহ করা হলো ২৫ এপ্রিল, ২০১৪ ।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন... অর্ণব হোসেন-01676713278
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৯
শ্লোগান০০৭ বলেছেন: সময় ২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে
২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
নিশি মানব বলেছেন: ধন্যবাদ।
চেষ্টা করবো কিছু একটা লিখতে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২০
নিশি মানব বলেছেন: একটা দিনের মধ্যে কি সব লিখা সম্ভব। আর দুইটা দিন আগে পোষ্ট দিতেন।