![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
আর কত মৌন মনে
জরিয়ে রাখব তোমায়,
আসোনা কলিজার আরশিতে ।
তুমি অপলক পৃথিবীর ব্যাস্ততায়,
চিবুকে রেখেছ হাত, অনামিকা রেখেছ ঠোঁটে;
পাখিদের মূকাভিনয় সাবলিল রচেছ
নির্ভয়ে আমার শাসন সমুখে ।
বিগত অভিসারে দিয়েছি কসম কতো,
আর নয় মনে মনে, আসোনা অঙ্ক কষি
কলিজার আরশিতে।
আগামীতে প্রতিদিন, এনে দিবো আলো কিনে
রেখে দিয়ো দৃষ্টিতে ।
তৃপ্তি নাই বা আসুক, আলোতে স্নান ক’রে,
দৃষ্টিতে ভিজবো দুজন, এসেছি বাস্তবে,
তুমিও আসোনা ফিরে ।
©somewhere in net ltd.