নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিধান বর্জিত স্বপ্ন

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫



যখনি প্রস্ফুটিত হয় বিধান বর্জিত একটি স্বপ্ন,

আবেগের উদর-চেরা উপলব্ধিগুলো

ঘরমুখী যে কাউকে আচ্ছন্ন করে উদ্ভ্রান্ত এবং নেশাগ্রস্ততায়।

এমনকি নর্দমার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা

একটি নারিকেল গাছকেও বাতাসের নিঃশ্বাস ভুলে

বুঝতে শেখায় তার অলৌকিক উপযোগিতা।

সেও স্বপ্ন দেখে সভ্যতার সহধর্মিনী হবে।

বিলাসি আবাসে তার অঙ্গগুলো : একেকটি হাড়,

অস্থিমজ্জা, পায়ের আঙুল, মাথার চুল

সবকিছুই টুকরো হয়ে সফেদ মোজায়েকের ওপর

সাজাবে তাদের ঐতিহাসিক সংসার ।

এমনকি ডলারের বিনিময়ে একেকটি অঙ্গের হবে অবকাশ যাপন

মধ্যপ্রাচ্য থেকে সুদুর মিশরে।



একই স্বপ্নে সহমত হওয়া সকল গাছের চিবুক থেকে,

উচ্ছেদ হবে যাযাবর কাকেদের বাসা ।

উচ্ছেদ হবে একগাদা রোদের পরবাস ।

বিচ্ছেদ হবে শেকড়ের থেকে মাটির বিশ্বাস ।

পুড়ে ছাই হবে বাতাসের ডানা ।

সবুজের চোখে ধরবে বিষাক্ত ছত্রাক ।

মানুষের মহল্লায় খুঁজে পাওয়া যাবেনা

গুম হয়ে যাওয়া নির্মল হাসিদের লাশ ।



মানুষ কিংবা প্রকৃতি,

যখনি বিধান বর্জিত স্বপ্নে বিভোর হয়,

মহাকাশের সূর্য্যগুলো পৃথিবীর নিকটবর্তি হয়ে সতর্ক-বানী শুনিয়ে যায়

” তোমাদের স্বপ্নগুলো হোক ধ্বংস রোধক”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.