নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

চেনা কাব্য

০৬ ই মে, ২০১৪ রাত ১০:২০



প্রেমবন্দি উদাসীন কবিতাগুলো,

আরোগ্য অনুপযোগী পাচকের মতো;

শুধু দুর্বোধ্য তিক্ততাই দেয়,

যারা জীবন যৌবন গলিত হয়ে যাওয়া নিঃসৃত ঘাম গুনতে শেখেনি।



প্রেমিকার টইটম্বুর কেশে ডুবে যাওয়ার ছিলো স্বেচ্ছায় যে আঙুল,

মহারাজ ক্ষুধার খসখসে কফিন বইতে বইতে,

সে আঙুলেও অর্ধ-আয়ুর হাতে ফসকা পড়ে যায়;

যেন নিঃশ্বাস বিক্রি করে মুঠোয় খুঁজে পাওয়া সফেদ প্রবাল ।



প্রতিকূল অন্ধকার সাঁতরে প্রেমাতুর দেহ

নিভু নিভু মোমবাতির চকচকে লাভায় যখনি চোখ রাখে,

তখনি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতর কবিতা হয়ে ওঠে

”এক থালা ঘুম দাও, পেয়াজ দিয়ে” ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.