![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
* একটু জরিয়ে ধরবে ?
সেই ছোট্টবেলায় বুকভরে অমৃত নিঃশ্বাস নিয়েছিলাম ।
> কেনো ? এখন কি আর নেয়া হয় না !
* ঘুমে ঘুমে হারিয়েছি সেই সাধের সকাল, অবুঝ উপলব্ধিগুলো;
তুমি কি দেখো না ?
> তোমরাতো শুধু হারাতেই জানো, তোমার শৈশব থেকেই দেখে আসছি ।
* মনে নেই; আর কি কি যেন হারিয়েছি ?
> বাহ ! ভুলতেও শিখেছো বেশ: যেমন ভুলেছো আমার হাসি,
তেমন হারিয়েছো হলুদ আঁচল ।
* ছিঃ ছিঃ কি বলছো !
বিশ্বস্ত চামড়ার মানিব্যাগ, বান্ধবীর দেয়া অমূল্য রুমাল,
বন্ধুর দেয়া নিরাপদ লাইটার, অপরিচিতের পরিচয় কার্ড, আড্ডার পঞ্জিকা,
কতইনা পেয়েছি ; হারালেই কি পুরনো কিছু !!
> নতুন, পুরান ভেদ বুঝেছো বেশ,
তবে কথার মাঝেও চাইতে শেখনি নিজের কিছু ।
* ওহ ! কি যেন চাইছিলাম ?
> যে নাম ধরে চাইতে হয়, সে নামের নতুন শব্দ আমি জানিনা ।
* মা................. !!
> এটুক বললেই তো মুখ ফুটে আর চাইতে হতো না,
বুকে আয় সোনা ।
©somewhere in net ltd.