নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য ভ্রমন

২২ শে মে, ২০১৪ রাত ৮:২৩

জৈষ্ঠ্যের শুঁকনো পথ

পথের পাঁজর জুড়ে ধুলোর ধূসর বিছানা পাতা ।

অনায়াসে যাযাবর পদচিহ্নগুলো, ডুবন্ত আকারে

একটু ফিস ফিস করেই ফুরিয়ে যায়।

ঘোলাটে বাতাস, সীমানাহীন পথিককে

অতর্কিত হামলায় দিয়ে যায় অদ্ভুত অভিজ্ঞতা ।



না না.............. এ সকল কিছুই বর্ণনা মাত্র;



তোমার মুঠোয় আমার ডোরাকাটা শার্ট আবৃত কনুই

যেন জমজম জলে সিক্ত ।

অশোভন তাপদাহে আমার গলিত হৃদয়

তোমার আঙুলে এসে আশ্রিত হয়,

শীতল বাষ্প আমার নিঃশ্বাসে প্রবাহিত।

এ যেন বাংলাদেশ নয়; কোন রুপালী পরীর অদৃশ্য ভাসমান ভেলা ।



খরকুটো দেয়া চড়ুই পাখির বাসা

আমাদের আহলাদে ঈর্শ্বান্বিত “কেন মানুষ হলেম না !!”

কৃষ্ণচূঁড়া গাছ স্বর্গ হতে বয়ে আনে কারুকার্যময় লাল গালিচা,

হিজল ফুলের সবুজ নুপূর অভিনন্দন সুর তোলে,

তোমার ঠোঁটের কোনে

কোকিলের ন্যায় নিবিড় ধ্যান মগ্ন তিল,

তার চঞ্চুতে সাত আসমানের যত আশ্চর্য

আমার দৃষ্টিতে তুলে দেয়।

এ যেন সাত জনমের অবিশ্বাস্য প্রাপ্তি;

নিধি...........................................

আমাকে তুমি ব্রহ্মাণ্ড ভ্রমন করালে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.