নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

হাজিরা খাতা

১৩ ই জুন, ২০১৪ রাত ১২:৩৮



চার কোনা আবদ্ধ অনুভূতিকে ছিড়ে

পূর্ণাঙ্গ একটি হাজিরা খাতা প্রস্তুত করেছি তোমার জন্যে।

ঠিক কখন কখন তোমায় স্মরণ করি

আর আবোলতাবোল বকি, তোমার সাথে নিয়ম মাফিক

কথোপকথন শব্দগুলো ( আহারে, তাই তাই, বাকবাকুম আরো কতো কী!)



জ্যামিতি বক্সে একটি আধুলি রেখে

যেমন ঝম ঝম বাজানো যায় আর বাজতে থাকে,

আমার অনুরোধে যখন তখন শুনতে চাওয়া তোমার কৃত্রিম হাসি

কখন যে বৃষ্টি হয়ে বাজত তুমি নিজেও টের পেতেনা।

আমার বেসুরা গান আর বেচারা কবিতাগুলো

এমন করে গুছিয়ে শুনতে প্রতিদিন,

যেন দলিলকৃত সত্ত্বাধিকারী তুমিই।



এই আধুনিক যুগে যেখানে অর্থই মুল

সেখানে আমাদের মাঝে প্রচলিত ছিলো বিনিময় প্রথা ।

একটি স্পর্শের বিনিময়ে এক রাত্রি পূর্নিমা

একটি আলিঙ্গনের বিনিময়ে এক দ্বিপ স্বপ্ন ।



হঠাৎ আমার হাজিরা খাতা সত্যায়িত না করেই পলায়ন ক’রেছো,

সেই সুদূর স্বর্গে আমার অনুমতি ছাড়াই।

জীবন ভর্তি পাপ নিয়ে তবে কি ক’রে তোমায় খুঁজব বলো ?

আমি হাজির হাজিরা খাতায় কতকাল আর থাকব বলো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.