নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

ধ্রুপদী সত্তা

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বলেছিলো আদিম যুগে

আর মানুষ ও শিখেছে মানুষ শিকার,

আহার পেয়েছে অনুর্বর মাটি, ক্ষুধার্ত পশু, মাংশাসী পোকা।

আজকাল আমারো ইচ্ছে হয় হবো মানুষ খেকো

অথবা বন্য হাতি; অথচ দেখতে মানুষের মতই।



চাঁদের আলোয় উজ্জ্বল মেঘমালা

যেমন থাকেনা থেমে পথিকের দৃষ্টি পেতে;

রবো না আমিও মানুষের বৈশিষ্ট নিয়ে

মানুষ খাবো আগুনে ঝলসে, ধারালো দাঁতে টুকরো টুকরো ক’রে,

অথবা বিষাক্ত বুলেটে রক্ত চুষে।

যেহেতু শিকারের চেয়ে শিকারির মর্যাদা অধিক,

মানুষের চেয়ে মৃত্যু দাতার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.