নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক জনম কেটে যায়

১৯ শে জুন, ২০১৪ রাত ১:৩৬

সুবেহসাদেক এর নিরব আলোয়

চোখ মেলেছিলো এক নিঝুম নদীর আহত একটি ঢেউ ;

ক্লান্ত মাঝির কালো বৈঠায় জলে আঘাতে যার জন্ম,

তার মরণ হয়তো আলতা মাখা শ্যামল বধূর

বৃদ্ধাঙ্গুলির ঘাটে।

যে ঘাট কখনই ভাঙেনা ভরা বর্ষাতেও, লোমশ পায়ের স্পর্শ ছাড়া।



আহত ঢেউ সব জানে;

যতই সহজ পুরোনো বাড়ির উঠোন ভাঙা,

ততই দুরূহ অপেক্ষায় গাঢ় আলতা রঙ

শত সাধনায় মলিন করা।

তবুও সে ঢেউ মাথা উচোয় একবুক জল নিয়ে,

এক জনম তার কেটে যায় এক সাঁতারে

পাললিক ঐ আলতা আঙুলে মূর্ছা যেতে।

-

-

আহা! ভাঙনের শব্দ ছাড়া ক’জন ঢেউ এর ভাগ্যে জোটে

এক শ্যামল বধূর গল্প শোনা;

করুণ স্বরে, যে বলছে ডেকে

”আইসো মাঝি! !

সারা রাইত যে ঘুমাই নাই”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.