![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
সালার মন তোর গুষ্ঠি কিলাই
ধারাইল্লা দাউ আর বানান ভুলে
লিখুম তোরে নদীর কূলে
যাক ভাইঙা যাক নদী
যাক নিয়া যাক তরে।
আকাশ ছিড়া উল্কা এসে
তোর ঝাঁঝড়া করুক নাড়িভুড়ি
যাক গলে যাক আশার কৃমি
দেহের ভিটা নিস্তার পাক
হোক না হইলে মরুভূমি।
হারামজাদা স্বপ্ন গুলো পঁচলো প’ড়ে
তোর নোংরা নালায়
বিচ্ছিরি সব গন্ধ নিয়া
মরি এহন বমির জ্বালায়।
ছ্যাচড়া সময় চিবাস মজায়
ঘড়িতে দেস জোড়াতালি
লেংড়া জীবন উষ্টা খাইলে
ফোকড়া দাঁতে হাসিস খালি।
আইলসামির ঐ ন্যাকরা তেনায়
কেনযে বানাস ভাবের বালিস
মনরে সালা মরিস না কেন
করমু তরে জুতার শালিস।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০
লিখে বলেছেন: মনে আছে ছোট বেলায় হৈমন্তি গল্পে একটা লাইন পড়ছিলাম, 'জৈষ্ঠ্যের খর তাপই জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন।' ---ঠিক ঐরকম feel করতেছি কবিতাটা পড়ে। একটা বেদনাদায়ক শান্তি।
সুন্দর লিখেছেন। ++++++++++