নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

একটি জামা, একটু খাবারঃ আনন্দ একসাথে

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

Click This Link

আনন্দ তো সবার জন্যে.. সকল শিশুদের জন্যে । আসুন অসহায় শিশুদের আনন্দকে হাজার গুন বারিয়ে তুলি সেই সাথে আমাদের আনন্দকেও, শুধু ঠোঁটের হাসিতে নয় ভেতর থেকে উপলব্ধি করি প্রফুল্লতা যা আমাদের আজীবন আত্মতৃপ্তির একটি কারণ হতে পারে। চলুন আমরা আমাদের ইচ্ছা এবং সামর্থকে সমন্বয় করে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করি অসহায় শিশুদের, একটি নতুন জামা গায়ে জরিয়ে,, মুখে মিষ্টি সেমাই আর হাতে বন্ধুদের হাত এনে দিতে পারে তার জীবনের শ্রেষ্ঠতম আনন্দ উৎসব ।



আমাদের দৈনন্দিন জীবনের ব্যয়িত ক্ষুদ্র একটি অংশ দিয়ে হয়ত একটি অসহায় শিশুর নতুন জামা হয়ে উঠতে পারে.. আর আমরা পেতে পারি অমূল্য একটি উপলব্ধি। তাই সহযোগিতার জন্যে আওয়াজ দিচ্ছি.......শুধু পাশে আছি বলে দায় সারবেন না, আমাদের কাজেই আমাদের মানবিকতার প্রমাণ হোক, যে যার সামর্থ অনুযায়ী সারা দেই, হোক তা ১শ, ৪শ, ৫শ অথবা ৫ হাজার টাকা ।

অথবা কেউ ইচ্ছা অনুযায়ী বাচ্চাদের নতুন জামাও দিতে পারি ।



*@*পোশাক বিতরণ স্থানঃ ফার্মগেট, তেজগাও এলাকা এবং শাহবাগ যেখানে উদ্বাস্তু মানুষ ফুটপাতে রাত্রি যাপন করেন।

(সেই সাথে দেয়া হবে মিষ্টি খাবার)



*@* ব্যস্ত আছি বলে এড়িয়ে যাবেন না, আপনাদের সশরীরে থাকাটা মুখ্য নয় এজন্য আমরা আছি কিছু স্বেচ্ছা সেবক,

( অর্ণব হোসেন / জোহা জোনায়েদ / আসাদ রুবেল / হীরক জয়ন্ত / মিশকাত উজ্জ্বল / হিমু / রনো খন্দকার / ওমর গনী কামাল )



*@* প্রয়োজনীয় তথ্য জানতে ফোন দিতে পারি অথবা

*@*বিকাশ করতে পারিঃ 01676713278 (personal)

*@* ডাচ বাংলা একাউন্টঃ 01672218088-9



(মনুষ্যত্ব হোক আমাদের পরিচয়)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.