![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
কাসার থালা
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
একতারার বৈরাগী সুর
সুনামির ন্যায় দেয় ভাসিয়ে, চার দেয়ালের ভাবনাগুলো।
আম বাগানের গা ঘেঁষে, সন্ধা নামে নিরিবিলি
পুলক বাবুর টং দোকানে।
চায়ের কাপে ছোট্ট চামচ, ভেতর থেকে আঘাত করে
বাহির থেকে সব দেখা যায়।
বাঁশের মাঁচায় বাউল বসে,
পথিক কে তার জীবন শোনায় গানের ভাষায়........
”মনের মাঝে সাঁতরে বেড়ায় সোনার ইলিশ,
আরশি বাড়ি রুপোর চুলোয় ভাজতে থাকে,
আমার কি সাই কাসার থালায় জুটবে কিছু ?”
আমিতো ছিলাম পাশেই বসে
গানের মানে বুঝতে গিয়ে, হঠাৎ করেই পথিক হলাম;
পথের পায়ে পা মিলিয়ে, অনেকটা পথ পেরিয়ে এলাম।
পথের শেষে হঠাৎ করেই, সেই বাউলের উঠোন আসে,
সুধাই বাউল.....
”আমার তো নেই কাসার থালাও, চোখে মুখে পথের ধুলো;
এই জীবনে জুটবে কি আর!
যা রয়েছে তোমার চুলোয় ?”
১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
শ্লোগান০০৭ বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম.....। পাশে থাকবেন / ভালবাসা
২| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর++++
১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ....। ভালবাসা নিন
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা ।