![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
কবিতার অষ্টম পংতি অমীমাংসিত
অনূর্ধ্ব ষষ্ঠ প্রহরে ব্যালকনিটা বেহালার সাজে
আমার মতো ভুল বাদকের কাঁধে।
বেহালার তারে বৃষ্টি ফোঁটা অতি আহ্লাদে অভিমান ভেঙে
হামাগুড়ি দেয় ।
আমার আউলা আবেগ পাজরের বায়ুমণ্ডলে বেগতিক নাড়া দেয় ।
ঝিম ধরে বসি; এ দেহের মতো পৃথিবীর প্রাণ আছে কি না ভাবি।
পরতে পরতে যদিও রয়েছে খাদ, তবুও বৃষ্টি এলেই হয়ে ওঠে টইটুম্বুর
শারদীয় জল মেখে সুসম ধরণী শাখায় শাখায় তোলে সাচিবিক সুর ।
আপসোস হয়, বড়ো আপসোস;
আহারে ! পৃথিবীর নয়নও নিকটে রয়েছে চাঁদ
তবুও বৃষ্টির আঁচ পায়না-কো আমার মতো।
আপসোস হয়, বড়ো আপসোস
রয়েছে মানুষ কিছু, আগ্নেয় গিরির মতো,
পৃথিবীর মাঝে হয়ে পৃথিবীর ক্ষতো
বৃষ্টির স্বাদ পায়নাকো আহারে !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ। আন্তরিক ভালবাসা নিন
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন । ভাল লাগল ।